তারাবির নামাজ ৮ না ২০ রাকাত? মুফতি আরিফ বিন হাবিব ওয়াজ | Mufti Arif Bin Habib Bangla Waz 2022
আমার সাথে ঘটে যাওয়া ঘটনা
----------------------------------------------
উনি আমার পিছনে বিশ রাকাত তারাবীহ আদায় করেছেন অনেক বছর, বিতিরের পরে আমার সাথে দেখা করা ছাড়া বাসায় যেতেন না।
ইদানীং তাকে দেখিনা, মনে মনে খুজি, হঠাৎ দেখা হলো। যাইহোক সালাম দিয়ে দুহাত বাড়িয়ে দিলাম, উনি এক হাত এগিয়ে দিলেন আমি দুহাতেই মুসাফাহ করে হাসি মুখে জিজ্ঞাসা করলাম কি ব্যাপার ভাই! ইদানীং তারাবীহ অন্য কোথাও পড়েন?
তিনি যেই উত্তর দিলেন সেটা শোনার জন্য মোটেই প্রস্তুত ছিলাম না,,,,,,,,, উনি জবাব দিলেন শায়েখ! (ব্যাক্তিগতভাবে শব্দটা আমার পছন্দ না, এটা বলা যায়েজ আছে বাট আই ডোন্ট লাইক ইট)
এটা(তারাবীহ) তো বারো মাসের কিয়ামুল লাইল নামাজ, রমজানের বাহিরে নিয়মিত পড়া আবশ্যক নয়, রমজানেও নিয়মিত পড়া আবশ্যক নয়। তাই নিয়মিত পড়িনা।
কি বুঝলেন?
তারাবীহ কে তাহাজ্জুদ/তাহাজ্জুদ কে তারাবীহ/বিশ কে আট বানানো/3g.4g.5g বলে তারাবীহ কমানোর কথাটা এই ভাইয়ের মতো হাজারো নামাজির বদ হজমের কারণ হয়েছে।
বদ হজম দ্বারা উদ্দেশ্য হলো আগে আমল করতো, এখন এতটাই বুঝেছে যে আমলই ছেড়ে দিয়েছে।
উম্মাহ কে আমল থেকে দূরে সরানোর হুকুম দাতাগন! আল্লাহর আদালতে দাড়ানোর জন্য তৈরী থাকেন।
-----আরিফ বিন হাবিব----