সকল গরুকে কৃমিমুক্তকরন ও বুস্টারডোজ দেওয়ার নিয়ম | গরুর কৃমির ঔষধ খাওয়ানোর নিয়ম | cow worms | cow
গরুর কৃমি হলে ওষুধ প্রদানের সময়ে যা মেনে চলতে হবে তা নিচে দেওয়া হল-
১। গরুর কৃমি হলে সকালে খালি পেটে কৃমির ওষুধ খাওয়ালে সবচেয়ে ভাল হয়। সকালে গরুকে কৃমির ওষুধ খাওয়ালে তা বেশি কার্যকর হয়।
২। গরুকে কৃমির ওষুধ খাওয়ানোর সময় ট্যাবলেট গুড়া করে চিটাগুড় বা কলার পাতার সাথে মুড়িয়ে খালি পেটে খাওয়াতে হবে।
৩। গরুকে কৃমির ঔষধ খাওয়ানোর পর কমপক্ষে ১ ঘন্টা কোন ধরনের খাদ্য প্রদান করা যাবে না।
৪। গরুকে কোনভাবেই দানাদার খাদ্যের সাথে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না। গরুকে দানাদার খাদ্যের সাথে পানি মিশিয়ে কৃমিনাশক ঔষধ খাওয়ালে তেমন কোন কাজ করে না।
৫। গরুকে প্রয়োজনের তুলনায় বেশি পরিমাণ কৃমির ওষুধ খাওয়ানো ঠিক নয়। যদিও কৃমিনাশক ঔষধ নির্দিষ্ট মাত্রার চেয়ে বেশি পরিমান খাওয়ালে গরুর তেমন কোন ক্ষতি হয় না।
৬। গর্ভবতী গাভী বাচ্চা প্রদানের কমপক্ষে ৪৫ দিন পর কৃমিনাশক ব্যবহার করতে হবে কিন্তু এর আগে গরুকে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না।
৭। গরুকে কোনভাবেই মাত্রার চেয়েও কম পরিমানে কৃমির ওষুধ খাওয়ানো যাবে না। মাত্রার চেয়ে কম খাওয়ালে কৃমি না মরে গিয়ে আরও বেশি করে আক্রমন করবে।
৮। গর্ভবতী গাভীকে কৃমির ওষুধ খাওয়ানোর সময় সতর্কতা অবলম্বন করতে হবে। আট মাসের উপর গর্ভবতী গাভীকে কৃমিনাশক খাওয়া উচিত নয়।
৯। গরুকে নিয়মিত অর্থাৎ প্রত্যেক তিন মাস পর পর কৃমির ওষুধ খাওয়াতে হবে। এতে যেমন গরু কৃমির হাত থেকে রক্ষা পাবে তেমনি গরুর স্বাস্থ্যও ঠিক থাক
প্রতিকার,গরুর আঁচিল রোগ, গরুর আমাশয় রোগ,গরুর ক্ষুরা রোগের চিকিৎসা,গরুর বাত রোগের চিকিৎসা, গরুর বাদলা রোগের চিকিৎসা,গরুর কৃমি রোগের লক্ষণ,গরুর নিউমোনিয়া রোগের চিকিৎসা,গরুর কি কি রোগ হয়,গরুর ক্ষুরা রোগ,গরুর ক্ষুরা রোগ কেন হয়,গরুর গুটি রোগ,গরুর গলা ফুলা
রোগ,গরুর গিরা ফোলা রোগ,গরুর চোখের রোগ,গরুর চোয়াল ফোলা রোগ,গরুর জরা রোগ,গরুর ভাইরাস জনিত রোগ,গরুর ঠান্ডা রোগ,গরুর তড়কা রোগ,গরুর ধাতু রোগ,গরুর পায়ের রোগ,গরুর পেট ফোলা রোগ,গরুর বিভিন্ন প্রকার রোগ,গরুর ফোলা রোগ,গরুর বর্তমান রোগ,
গরুর বাতা রোগ,গরুর বিভিন্ন রোগ, গরুর বসন্ত রোগ,গরুর ভাইরাস রোগ,রংপুরে গরুর রোগ,ষাঁড় গরুর রোগ,ছাগলের রোগ ও চিকিৎসা,ছাগলের রোগ ও তার প্রতিকার,ছাগলের রোগ ব্যাধি,ছাগলের রোগ প্রতিরোধ,ছাগল
গরুর কৃমির ঔষধ খাওয়ার নিয়ম, গরুর কৃমি রোগের লক্ষণ,গরুর কৃমির ট্যাবলেট এর নাম,গরুর কৃমির ট্যাবলেট এর নাম কি,গরুর কৃমির ওষুধের নাম,গরুর কৃমিনাশক ইনজেকশন,গরুর কৃমি ঔষধ,গরুর কৃমির ডোজ, গরুর কৃমি রোগ,গরুর কৃমি নাশক,গরুর কৃমি দূর করার উপায়,কৃমি,গরুর কৃমি নাশক,পেটের কৃমি দূর করার উপায়,কৃষি অনুশীলন,কৃষি খামার,krisi onusilon,ডা.জহিরুল ইসলাম, পশু
চিকিৎসক,প্রাণীসম্পদ অধিদপ্তর,goru cow,cow frame, cow
frame in bangladesh,cow eating,
গরুর খাবার তালিকা, গরুর খাবারের নিয়ম,গরুর
খাবারতৈরি,গরু,ছাগল,হাস,মুরগি,ভেড়া,গাড়ল,মহিষ,ছাগলের খামার,গরুর রোগের ওষুধ,গরুর রোগ ও চিকিৎসা,গরুর রোগ সমূহ,গরুর রোগের চিকিৎসা,গরুর রোগ ও চিকিৎসা pdf,গরুর রোগ কি কি,গরুর রোগ ও চিকিৎসা pdf download, গরুর রোগের নাম,গরুর রোগ ব্যাধি, গরুর রোগ ও তার প্রতিকার,গরুর রোগ ও প্রতিকার, গরুর বিভিন্ন রোগ ও চিকিৎসা,গরুর ক্ষুরা রোগ ও তার প্রতিকার,গরুর ওলানের রোগ,গরুর ওলান ফোলা রোগ, গরুর বিভিন্ন রোগ ও প্রতিকার,গরুর আঁচিল রোগ,গরুর আমাশয় রোগ,গরুর ক্ষুরা রোগের চিকিৎসা,গরুর বাত রোগের চিকিৎসা,গরুর বাদলা রোগের চিকিৎসা,গরুর কৃমি রোগের লক্ষণ,গরুর নিউমোনিয়া
#গরুর_কৃমি
#কৃমি
# cow_worms_treatment
#worms