যদি জিজ্ঞেস করা হয়, ব্রাজিল কেনও বিখ্যাত? তাহলে সবার আগের নাম আসবে ফুটবলের। সাম্বা নাচের ছন্দে অসাধারণ ফুটবল করে তারা জয় করেছে অসংখ্য ক্রীড়ামোদীর মন। জন্ম দিয়েছে অসংখ্য বিখ্যাত ফুটবলারের। বেশিরভাগ লোকই ব্রাজিলকে চেনে ফুটবলার পেলের দেশ হিসেবে। কিন্তু ব্রাজিল মানেই কেবল ফুটবল নয়। ব্রাজিল মানে ইতিহাস ঐতিহ্য সংস্কৃতি এবং প্রাকৃতিক সৌন্দর্যের আধার। আজকে আমরা ব্রাজিল সম্পর্কে নানা তথ্যই জানবো।