MENU

Fun & Interesting

যে কোন ইজিবাইক ১ চার্জে চলবে ২০০ থেকে ৫০০ কিঃ মিঃ পর্যন্ত, লিথিয়াম আয়ন ব্যাটারির সাহায্যে।

AH TecH BanglA 192,223 2 years ago
Video Not Working? Fix It Now

অপটিমাম টেডিং ১৪৬, সমবায় ব্যাংক ভবন,২১৭/২১৮ অফিস (২য় তলা) এন,এস রোড,কুষ্টিয়া মোবাইল : ০১৮৮৮০৩১২২১ / ০১৮৮৮০৩১২২২ লিথিয়াম-আয়ন ব্যাটারি (LIBs) আজকাল অবিশ্বাস্য ভাবে জনপ্রিয়। আজ, লিথিয়াম-আয়ন ব্যাটারী সবচেয়ে সফল এবং নিরাপদ ব্যাটারিকে মিস্ট্রি গুলির মধ্যে একটি। প্রতি বছর এই ধরনের ব্যাটারীর প্রায় দুই বিলিয়ন কোষ উৎপন্ন হয়। এগুলি সবচেয়ে শক্তিশালী রিচার্জেবল ব্যাটারি গুলির মধ্যে একটি। জনপ্রিয় কারণ প্রতিযোগিতা মূলক প্রযুক্তির তুলনায় লিথিয়াম-আয়ন ব্যাটারি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সুবিধা রয়েছে: লিথিয়াম আয়ন ব্যাটারি তড়িত্দ্বারের ক্ষয়ের জন্য কোনও রাসায়নিক বিক্রিয়ার উপর নির্ভরশীল নয়। বরং ক্যাথোড ও অ্যানোডের মাঝে লিথিয়াম-এর আয়নের প্রবাহের উপর নির্ভরশীল। এটাই লিথিয়াম আয়ন ব্যাটারির সবচেয়ে বড়ো সুবিধা। তাছাড়া দ্রুত চার্জ নেওয়া, তুলনা মূলক ভাবে ঠান্ডা থাকা, ওজন কম হওয়াও এই ব্যাটারির জনপ্রিয়তার অন্যতম কারণ। প্রায় ২৮ বছর আগে প্রথম বাজারে আসে লিথিয়াম আয়ন ব্যাটারি। সেই সময় থেকে ক্রমশই জনপ্রিয়তা পেয়েছে ছোট আকারের হালকা ওজনের লিথিয়াম আয়ন ব্যাটারি। শুধু তাই নয়, যতদিন যাচ্ছে ব্যাটারি চালিত গাড়ির দিকে ঝুঁকতে চাইছে বিশ্ব। আর সে ক্ষেত্রেও সহায়ক লিথিয়াম আয়ন ব্যাটারি। তাই মানব সমাজের ক্ষেত্রে লিথিয়াম আয়ন ব্যাটারির গুরুত্ব যে অপরিসীম, তা বলাই বাহুল্য। সুবিধা সমূহ; ১. লিথিয়াম আয়ন ব্যাটারী অধিক ঘনত্ব সম্পূর্ণ ২. ওজন হালকা বলে সহজে বহন যোগ্য. ৩. অন্য যে কোনো রিচজর্জেবল ব্যাটারী তুলনায় অধিক ভোল্টেজ তৈরি করে ৪। ইহাতে কোন ক্ষতিকর তরল ব্যবহৃত হয় না বলে দুর্ঘটনার কোন আশংকা নেই ৫। অতি দ্রুত চার্জ হয় তাই ইলেক্ট্রিক বিল কম আসে। ৬। একই আকারের অন্যান্য ধরনের রিচার্জেবল ব্যাটারী তুলনায় অনেক হালকা। ৭। লিথিয়াম-আয়ন ব্যাটারি দীর্ঘ সময় ধরে তাদের চার্জ ধরে রাখে এবং প্রতি মাসে তার চার্জের মাত্র ৫ শতাংশ হারায়, যার তুলনায় NiMH ব্যাটারির জন্য প্রতি মাসে ২০ শতাংশ ক্ষতি হয়। যে কোন ইজিবাইক ১ চার্জে চলবে ২০০ থেকে ৫০০ কিঃ মিঃ পর্যন্ত, লিথিয়াম আয়ন ব্যাটারির সাহায্যে। #LIthium_Ion #Battery

Comment