সেদিন কি হয়েছিল তার সম্পূর্ণ এক্সক্লুসিভ ভিডিও! breaking news exclusive video @islamicyoutubebanglabd আনজুমানে খেদমতে ইসলাম সিলেটের উদ্যোগে তিন দিনব্যাপী বার্ষিক ইসলামী মহাসম্মেলনের সর্বশেষ অধিবেশনে প্রধান অতিথি ডক্টর মাওলানা মিজানুর রহমান আজহারীর বয়ান চলাকালীন সময়ে সিলেটের কিছু বখাটে বর্বর অসভ্য লোক নজিরবিহীন বিশৃঙ্খ শুরু করে। প্রথম সারির সেই বিশৃঙ্খল লোকদের কারণে পুরো মাহফিলটাই নষ্ট হয়ে যায় অর্থাৎ বয়ান শুরুর প্রায় ২৫ মিনিটের মাথায় উশৃঙ্খলা শুরু করে কিছু সংখ্যক জনতা এতে ব্যাপক অনিয়ম চিৎকার এবং বিশৃঙ্খলা দেখা দেয়। এতে করে বয়ান শুরুর ২৫ মিনিট থেকে শেষ পর্যন্ত বারবার নিষেধ করা পরেও ধাক্কাধাক্কি উশৃঙ্খলা তারা বন্ধ করে নাই এতে আলোচনা বিঘ্ন ঘটে এবং প্রধান অতিথি আমন্ত্রিত মেহমান মাওলানা মিজানুর রহমান আজহারী অনেকটা বিরক্ত এবং কষ্ট নিয়ে আলোচনা সম্পূর্ণ না করে বক্তব্যের ইতি টানেন।
আজহারী সর্বশেষ যে কথাটি বলেছে ' সিলেট আজ যাা করল তা বলবো না মনে থাকবে' এক বাক্যের এই কথাটি অনেক বিবেকবান মানুষের অনুশোচনায় এবার হৃদয়ে ক্রন্দন করেছে।
সিলেট এমসি কলেজ মাঠে কি হয়েছে? মাওলানা মিজানুর রহমান আজহারীর মাহফিলে কি হয়েছিল? সিলেটে আজহারীর মাহফিলে যা ঘটলো?
সিলেট এমসি কলেজ মাঠ থেকে সরাসরি লাইভ,আনজুমানে খেদমতে ইসলাম।
Mizanur Rahman Azhari,Sylhet mahfil,live,MC Collage,Viral,video,link,mawlana,Maoulana, Mufti Amir Hamza,Hamja,chowdhury, আজহারীর মাহফিলে কি হয়েছে।