#Bangladesh_Rider
#Manual_car_Drive
#চলন্ত_গাড়ি_বন্ধ_হয়ে_যাওয়ার_কারন _ও_প্রাথমিক_সমাধান
আসসালামু আলাইকুম,
সবাইকে বাংলাদেশী রাইডার এর পক্ষ থেকে স্বাগতম।
👍 L I K E 💬 C O M M E N T ♻️ S H A R E 🙏 S U B S C R I B E
অল্পদিনে গাড়ি চালানো শিখুন নিজের বেকারত্ব দূর করুন
নিজে ভালো কিছু করুন অন্যকে উৎসাহিত করুন
রাস্তায় গাড়ি নিয়ে বের হওয়ার সময় ফুয়েল ট্যাংক পরীক্ষা করে নিন। পর্যাপ্ত জ্বালানি না থাকলে আপনার প্রথম গন্তব্য হোক ফুয়েল পাম্প। গাড়ির চাকায় হাওয়া আছে কি না, পরীক্ষা করে নিন। রেডিয়েটর আর ব্যাটারিতে পানি আছে কি না দেখে নিন। অবশ্যই গাড়িতে পানি রাখবেন, সেটি নিজে পান করার জন্যই হোক আর রেডিয়েটরে ঢালার জন্যই হোক। সব বাতি পরীক্ষা করে নিন, হাই বিম জ্বলে থাকলে তা বন্ধ করুন।
লম্বা ভ্রমণের আগে কিছু খেয়ে নিন। খালি পেটে কিংবা অতিরিক্ত ভরা পেটে গাড়ি চালানো উচিত নয়। গাড়ির সব কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স সঙ্গে রাখুন। এসব কাগজপত্র এমন কোথাও রাখবেন, যেন যেকোনো প্রয়োজনে তা সহজেই খুঁজে পাওয়া যায়। বাইরে দুই পাশের আয়না এমনভাবে ঠিক করে নিন, যেন পেছনে ১৮০ ডিগ্রি পর্যন্ত আপনি দেখতে পারেন। রিয়ার ভিউ মিররও এমনভাবে সেট করে নিন, যেন ঘাড় বেশি না ঘুরিয়েই তা দেখতে পান। গাড়ির পেছনের গ্লাসে এমন কিছু না লাগানোই ভালো, যা রিয়ার ভিউ আয়নার দৃষ্টি ব্যাহত করতে পারে। যদি আপনি চোখে চশমা ব্যবহার করেন, তাহলে আন্টি-রিফ্লেক্টিভ গ্লাস ব্যবহার করুন। এতে দূরের জিনিস দেখতে এবং অতিরিক্ত আলোতে সমস্যা হবে না।
গাড়ি সম্পর্কে বিভিন্ন ভিডিও দেখতে আমাদের আগের ভিডিও গুলো দেখে আসতে পারেন।
যে কোন তথ্য জানতে কমেন্ট করতে পারেন। অথবা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।