MENU

Fun & Interesting

অটোর মধ্যে হাত পাও ঠান্ডা হয়ে যায় এক মহিলা যাত্রীর / ST tawhid vlog /

ST tawhid 594,235 2 weeks ago
Video Not Working? Fix It Now

অটোর মধ্যে হাত পাও ঠান্ডা হয়ে যায় এক মহিলা যাত্রীর / ST tawhid vlog / আমি যখন মুক্তারপুর স্টানে বসে যাত্রী খুঁজছিলাম তখন এক অটো আমার সামনে এসে থামে অটোর মধ্যে এক মহিলায় বলে ওঠে এই মহিলার হাত পাও পুরো ঠান্ডা হয়ে গিয়েছে তখন আমি এগিয়ে যাই দেখি এক মহিলা অজ্ঞান হয়ে পড়ে আছে তাকে ডাক দেওয়ার পরও উঠছে না তখন তাকে আমরা মুখের মধ্যে পানি দিতে লাগলাম তারপরও উঠছে না। তার পাশে থাকা মহিলাকে বললাম তার ব্যাগে মোবাইল বা আইডি কার্ড আছে কিনা আপনি দেখেন সে ব্যাগ খুলে দেখে একটি মোবাইল ব্যাগের মধ্যে আছে সেটা নেওয়ার পরে একটা নাম্বারে আমি ফোন দেই সে কথা না শুনি কলটা কেটে দেয় তারপরে আরেকটি নাম্বারে ফোন দিয়ে তার ভাবীকে খুঁজে পাই তাকে আসতে বলি মুক্তারপুর স্টানে।কিছুক্ষণ পর মহিলাটির জ্ঞান ফিরে। তাকে আমরা পানি খেতে দেই আর বলি আপনি কিভাবে অজ্ঞান হয়ে গেলেন।সে বলে তীব্র গরমে আমার মাথা ঘুরতে লাগে তারপরে আমার কি হয়েছে আমি জানি না। তার।২০ মিনিট পর তার ভাবি এসে তার ননদকে নিয়ে যায়। এইখানে অনেকেই আছে বিপদ দেখলে মানুষের কাছে আসতে চায় না এইটা করা কিন্তু ঠিক না মানুষ বিপদে পড়লে তার পাশে থেকে তাকে উদ্ধার করা। আমরা সবাই মানুষের বিপদে পাশে থাকবো। In this video we have discussed about a very common problem of sudden ‘Black out’. What to do in an emergency? Which doctor to visit? হঠাৎ অজ্ঞান হয়ে গেলে কি করবেন ? Black out! Sudden Loss of Consciousness #sttawhid_vlog#Black out#Health Tips Follow Me : ফেইসবুক পেজ : / about ফেইসবুক গ্রুপ : https://www.facebook.com/share/18vf2f65Br/ #st tawhid Vlog

Comment