অনলাইনে ছাগলের নাদির দাম ২২৯ টাকা কেজি | হঠাৎ বৃষ্টিতে ছাগল পালন পদ্ধতি | Goat Manure Vermi Compost
অনলাইনে ছাগলের নাদির দাম ২২৯ টাকা কেজি | হঠাৎ বৃষ্টিতে ছাগল পালন পদ্ধতি | Goat Manure Vermi Compost
বন্ধুরা কিছুদিন আগে কুচবিহারে গিয়েছিলাম Dakua Goat Farm এ। সেখানে কৃষ্ণদার সঙ্গে কয়েকদিন সময় কাটায় ও ছাগল পালন সম্পর্কে অনেক কিছু জানতে পারি। তার মধ্যে দুটি বিষয় নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। আমরা গিয়ে ওখানে দুদিন বৃষ্টিতে ফেঁসে যায়। তাই ভাবলাম হঠাৎ বৃষ্টিতে ছাগল পালন পদ্ধতি কি হতে পারে সে বিষয়ে কিছুক্ষণ আলোচনা করা যাক। সঙ্গে আরও একটি জিনিস দেখলাম যে দাদা ছাগলের বিষ্ঠা থেকে খুবই উন্নত মানের জৈব সার উৎপাদন করছেন। আমি এর আগে বেশ কয়েকজন ছাগল খামারি কে goat manure vermi compost বানাতে দেখেছি। তবে গুণগতমান হিসেবে সেগুলো কৃষ্ণদার জৈব সার এর মতো ভালো হয়নি।
তাই এই বিষয়েও এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। এছাড়া আপনার যদি একটু অনলাইনে খেয়াল করে দেখেন তাহলে দেখবেন ছাগলের নাদি থেকে জৈব সার উৎপাদন করে সেগুলো অনেকেই প্রতি কেজি ১০০ টাকা থেকে শুরু করে ২২৯ টাকা পর্যন্ত দামের মধ্যে বিক্রি করে থাকেন।
#goatfarming
#ছাগল_পালন
#vermicompost
#গোবর
#সাইলেজ
#silage2024
#silage
#ছাগলের_খামার
ভালো মানের সাইলেজ এর জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন।
আমাদের যোগাযোগ মাধ্যম / To contact us -
Email - [email protected]
WhatsApp - 7596952048