MENU

Fun & Interesting

বিশ্বাস করতে পারবেন না সবজি মাঠে হয়ে আছে না ছাদ বাগানে /Big rooftop vegetable garden/

Green Friends 221,412 3 years ago
Video Not Working? Fix It Now

#rooftop_farming #rooftop_garden_overview বিশ্বাস করতে পারবেন না সবজির মাঠে হয়ে আছে না ছাদ বাগানে হচ্ছে। এত সুন্দর ভাবে ফলন হয় বা ফলন হওয়া সম্ভব সেটা কিন্তু আমরা আগে জানতে পারতাম না ধীরে ধীরে যত আমরা ছাদ বাগান গুলি তুলে ধরছি আমাদের কাছে আরও অনেক কিছু প্রকাশ পাচ্ছে। আপনারাও নেশাগ্রস্ত হচ্ছেন ছাদে বাগান করার জন্য প্রত্যেকটা মানুষ এগিয়ে আসছে যে কত সহজে আমরা ছাদ বাগান তৈরি করে ছাদের উপর সবজি ফল ফুল এই সব কিছু ফোটাচ্ছি। বাজারে যেতে হয় না এমন পরিস্থিতি আলো ছাড়া সেই ভাবে আর কোন কিছু কিনতে হয় না সবজি বললেই ছাদের উপরে গেলে লঙ্কা বেগুন ভেন্ডি থেকে শুরু করে ঝিঙে লাউ কুমড়ো পুঁই শাক থেকে শুরু করে কলমি শাক সবকিছু অতীব সহজে ছাদ বাগানে করা সম্ভব হচ্ছে অল্প জায়গাতে সারিসারি ঝুলে আছে বরবটি প্রচুর আলু চাষ করা হয়েছে এ বছর প্রত্যেকটা মানুষ এই ভিডিওগুলো দেখে কিছু না কিছু শিখতে পারে এবং তারাও তাদের ছাদ বাগানে নিজেদের মতন করে সাজাতে পারে বাগান দিয়ে। বিশেষ করে লকডাউনের পর থেকে প্রত্যেকটা মানুষের উপর একটা নতুন আস্থা জন্মেছে যে কোন কিছু করে সময় কাটুক বা না কাটুক ছাদে সুন্দর বাগান করে খুব সহজে সময় কেটে যায় ও খুব দ্রুততার সঙ্গে সবুজ করে ফেলতে পারি আমরা সকলেই। ছাদে বাগান করলে আসে মানসিক শান্তি আসে বিভিন্ন ধরনের ভালো মানসিকতার মানুষ তৈরি হয় তার নিজস্ব চিন্তাধারা দিয়ে। এইভাবে আমরা রোজ দুপুরে একটা করে নতুন ভিডিও পায় ও সেগুলো দেখে অনেক অনেক কিছু আমরা শিখতে পারি এবং প্রত্যেকটা মানুষের কাছে আমরা খুব সহজে পৌঁছে যায় এই বাগান করে একটা পরিচিতি তৈরি হয় ছাদে বাগান থাকলে আজ বিশ্বের দরবারে প্রত্যেকটা ছাদ বাগান তুলে ধরা হচ্ছে এবং একটি বাগান দেখে আরো নতুন নতুন অনেক বাগান আমাদের সামনে চলে আসছে তাই রোজ দুপুরে যতই আমি ভিডিও দেখায় না কেন তাহলে কম পড়ে যাচ্ছে আমাদের সকলের।

Comment