মহিলারা জামা কাপড় শুকানোর সময় যে ভূলটি কখনও করবেন না। আল্লামা মুফতী মুস্তাকুন্নবী কাসেমী Mustakunnabi Kasemi waz new waz 2025
মেয়েদের কাপড় শুকানোর ক্ষেত্রে যে সর্তকতা অবলম্বন করবেন
আমাদের সমাজে দেখা যায় অনেক আপু আছেন যারা গোসল করে নিজেদের কাপড় শুকাতে দেন বাহিরে। অথবা ছাদের উপরে যেখান দিয়ে মানুষ চলাচল করলে দেখা যায়। এতে অন্য পুরুষের চোখ পড়ে। এতে পুরুষের গুনাহ হয়। উলামায়ে কেরাম একে কবিরাহ গুনাহ বলেছেন।
যদিও নারীদের কাপড় শুকানোর ক্ষেত্রে তা পরপুরুষের দৃষ্টির আড়ালে রাখা বা কাপড়ের পর্দা রক্ষা করার ব্যাপারে শরিয়তে স্পষ্ট কোনো দলিল নেই। তবে যদি কোনো নারী পর পুরুষের অন্তরে কু-ধারণা সৃষ্টি হওয়া থেকে বাঁচার জন্য নিজ কাপড় গাইরে মাহরাম পুরুষের দৃষ্টির আড়ালে শুকায় তাহলে তা অবশ্যই তাকওয়া পরহেজগারিতার পরিচায়ক হবে। ফলে পুরুষের আর গুনাহ হবে না। আহকামুল কুরআন ৩/৪২৪, ফতোয়া বাইয়্যিানাত ৪/৪৬২
মোট কথা! এমন জায়গায় কাপড় শুকাতে দেন, যেখানে সকল মানুষের দৃষ্টিগোচর হয়।
মহান আল্লাহ রাব্বুল আলামীন নারীদের উপর পর্দা করাকে ফরজ করেছেন।
শুধুমাত্র চেহারা ঢাকার নাম পর্দা নয়, নারীদের কন্ঠ তাদের কাপড়ের মধ্যেই পর্দা রয়েছে।
এমনকি নারীদের নামের মধ্যেও রয়েছে পর্দা
অনেক মেয়ে আছে যারা আকর্ষণ করে তাদের পায়জামার দুই পা ফাক করে বাহিরের শুকাতে দেয়।
আবার অনেকেই তাদের কামিজ ও বাহিরে শুকাতে দেয়, অনেকেই তো এমন রয়েছে যারা নিজেদের অন্তর বাস বাহিরে শুকাতে দেয়, যেগুলো লজ্জার বিষয় বলতেও লজ্জা লাগে। একজন পরপুরুষ যদি আপনার পায়জামা জামা এবং এই অন্তর্বাস গুলো দেখতে পায়, আর সে যদি প্রাপ্তবয়স্ক হয় তাহলে অবশ্যই তার অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি হবে।
যদিও আপনাকে সে কোনদিন দেখে নাই
তথাপি সে আপনার কাপড় দেখে আপনার দেহের অবয়ব, আপনার বিভিন্ন অঙ্গ প্রতঙ্গের সাইজ নির্ধারণ করে নিতে পারবে। আর এ কারণে যদি তার অন্তরে কুমন্ত্রণা সৃষ্টি হয়, সে কারণে তার অন্তরে একটি জিনার গুনাহ তার আমলনামায় লিখা হবে।
আরে গুনাহের এক ভাগ আপনিও পাবেন, কেননা আপনার অসতর্কতার কারণে সে এমন একটি কবিরা গুনাহে লিপ্ত হলো। আর একটি কবিরা গুনাহ ই জাহান্নামে নিয়ে যাওয়ার জন্যই যথেষ্ট।
সুতরাং প্রিয় বোনেরা! আপনারা গোসলের পর আপনাদের কাপড় এমন জায়গায় শুকাতে দিবেন,
যেখানে কোনো পর পুরুষের দৃষ্টিগোচর হয় না।
এবং আপনাদের অন্তর বাস গুলো নিজেদের পরিবারের ব্যক্তিদের থেকেও গোপন রাখবেন। যদিও তারা আপনাদের মাহরাম।
লজ্জা ঈমানের অংশ, যার লজ্জা নাই তার ঈমানের মধ্যে কমতি আছে।
আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সকল মা ও বোনদেরকে এ সকল বিষয় সঠিকভাবে আমল করার তৌফিক দান করুন
#মুফতী_মুস্তাকুন্নবী_কাসেমী
#Mufti_Mustakunnabi_Kasemi
#মুফতী_মুস্তাকুন্নবী_কাসেমী
#মুফতি_মুস্তাকুন্নবী_কাসেমী_নতুন_বয়ান
#মুফতি_মুস্তাকুন্নবী_ওয়াজ
#মুফতি_মুস্তাকুন্নবী_সাহেবের_ওয়াজ
#mustakunnabi_new_waz
#new_waz_2022
#bangla_waz_2022
#Bangla_Waz_2021
#New_Waz_2021
#New_Mahfil
#New_Tafsir
#Allamah
#Mufti
#Shiekh
#নতুন_ওয়াজ
#বাংলা_ওয়াজ
#মুস্তাকুন্নবী_কাসেমী_2022
#মুফতী_মুস্তাকুন্নবী_কাসেমী
#bangla_waz_2023
#মুফতি_মুস্তাকুন্নবী_কাসেমী_২০২৩
#বাংলা_ওয়াজ
#allamah
#মুস্তাকুন্নবী_কাসেমী_2023
#২০২৪
#Waz 2024
#new waz 2024
#mustakunnabi2024
#allama_mufti_mustakunnabi_kasemi2024
#২০২৫
#Waz 2025
#new waz 2025
#mustakunnabi2025
#allama_mufti_Mustakunnabi_kasemi2025