১৯৭৯ সালে সরকার-বিরোধী অভ্যুত্থানকে সমর্থন জানিয়ে আফগানিস্তানে ঢুকে পড়ে সোভিয়েত সৈন্যরা। তাদের প্রথম লক্ষ্য: প্রেসিডেন্টের প্রাসাদ, আফগান রেডিও এবং টেলিভিশনের সদর দপ্তর। সেসময় আফগান ন্যাশনাল রেডিওর একজন তরুণ প্রযোজক শাহসাওয়ার সাঙ্গেরওয়ালের সাথে কথা বলে এই প্রতিবেদনটি তৈরি করেছেন মাহজুবা নওরোজি। আর সেটি পরিবেশন করছেন মিজানুর রহমান খান।
আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন:
https://www.bbc.co.uk/bengali
https://facebook.com/BBCBengaliService
https://twitter.com/bbcbangla