অতিথিদের জন্য পাবনার হাট থেকে ছাগল উল্লাপাড়া হতে কাঁচাবাজার করলাম | গ্রামীন হাট বাজার
অতিথিদের জন্য পাবনার হাট থেকে ছাগল উল্লাপাড়া হতে কাঁচাবাজার করলাম | গ্রামীন হাট বাজার
অতিথি আপ্যায়নের জন্য আজ আমাদের বাজার করতে হবে। প্রথমে আমরা একটি খাসী ছাগল সংগ্রহ করবো। ছাগল সংগ্রহ করার জন্য আমরা এসেছি পাবনা জেলার বেড়া উপজেলার চতুর হাটে। হাট বসে সপ্তাহের প্রতি মঙ্গলবার। হাট থেকে যাচাই বাছাই শেষে একটি ছাগল নিয়ে নিলাম। এরপর কাঁচাবাজার করার জন্য আমরা আসলাম উল্লাপাড়া বাজারে। অতিথি আপ্যায়নের জন্য আমরা প্রয়োজনীয় কাঁচাবাজার সম্পন্ন করে নিলাম উল্লাপাড়া বাজার হতে।
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler