বিদেশ থেকে আসার সময় সঙ্গে করে কতটুকু স্বর্ণ বা স্বর্ণালংকার আনা যায়— এই সংক্রান্তে ২০২৩ সালের ‘যাত্রী (অপর্যটক) ব্যাগেজ (আমদানি) বিধিমালা’টি বাতিল করত প্রণয়ন করা হয়েছে নতুন একটি বিধিমালা, যেখানে আনা হয়েছে বিদেশ থেকে স্বর্ণ বা স্বর্ণালংকার আনার পরিমাণসহ বেশ কিছু পরিবর্তন। আর এই বিষয়টিই আমরা সংক্ষেপে জানাবো আপনাদের, এই এপিসোডে। আমরা বিশ্বাস করি এপিসোডটি দেখার পর আপনারা এই বিষয়ে পেয়ে যাবেন যথাযথ আইনি অবস্থান। এপিসোডটির গ্রন্থনা করেছেন কে আর চৌধুরী, উপস্থাপন করেছেন ব্যারিস্টার সাজ্জাদ হায়দার, পাঠ করেছেন সজল মিত্র রিচার্ড আর নির্মাণ করেছেন কামরুল হাসান ইমরান।
#LawTubeBD #goldactlaw #newbaggagerules #legaleducation
আইন সম্পর্কে আপডেট পেতে
ল'টিউববিডি-র চ্যানেলটি সাবস্ক্রাইব করুন 👇👇
https://www.youtube.com/@LawTubeBD?sub_confirmation=1
আমাদের ফেসবুক পেইজঃ https://www.facebook.com/lawtubebd