বরবটি চাষ ছোট এবং বড় জাতের
সালামুআলাইকুম
এখানে দেখতে পাচ্ছেন যে বরবটি চাষ এই বরবটি চাষ মূলত এখানে দুই ধরনের আছে একটি ছোট গাছের আরেকটি বড় গাছের একটি মাচাতে হচ্ছে আর একটি নরমালি গাছের মধ্যেই হচ্ছে। এই বরবটি অ্যাকচুয়ালি খুব সহজ একটি চাষ। যে চাষের জন্য খুব খাটাখাটি করতে হয় না নিয়ম মত একটু জমিটা চসা করা রেডি করে বিষ লাগিয়ে দিলে সেখান থেকে দেখা যাচ্ছে 20 দিনের মধ্যে বা ২৫ দিনের মধ্যে ফল আসা শুরু হয়ে যায়