কাজল আহমেদ থাকেন ব্রুকলিন, নিউ ইয়র্কে। ২০১৯ খৃস্টাব্দে ব্রাজিল আসেন উন্নত জীবনের সন্ধানে। করোনা মহামারি শেষ হলে পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। তাও, দেশের পর দেশ ঘুরে। তার সেই যাত্রার গল্প আছে এই ভিডিওতে। প্রথম পর্ব।
এই ভিডিও কোনো প্রচারণা বা প্ররোচনা নয়। সীমান্তপথে যুক্তরাষ্ট্রে আসা ঝুঁকিপূর্ণ। অনুগ্রহ করে, কোনো প্রলোভনে জীবনের ঝুঁকি নেবেন না।