এমিরেটস এয়ারলাইন বিশ্বের সবচেয়ে কম সময়ে শীর্ষ বিমান পরিবহন কম্পানিতে পরিণত হয়েছে। অথচ এই কম্পানির যখন যাত্রা শুরু করে, তখন তাদের নিজস্ব কোন বিমানও ছিল না। পাকিস্তান এয়ারলাইন্সের কাছ থেকে মাত্র দুটি বিমান ভাড়া নিয়ে এমিরেটসের বিমান পরিবহণ ব্যবসা শুরু করেছিল। আর বর্তমানে এমিরেটস তাদের ২৬২ টি বিমান দিয়ে, বিশ্বের ১৫২ টি গন্তব্যে যাত্রীসেবা প্রদান করছে।
করোনা মহামারির সময় অন্যান্য এয়ারলাইনগুলো যেখানে দেউলিয়া হতে শুরু করেছিল, সেখােন ২০২০ সালে এমিরেটস এক কোটি ৫৮ লাখ যাত্রী পরিবহণ করে বিশ্বের সবচেয়ে বড় বিমান সংস্থায় পরিণত হয়। এমনকি এমিরেটস তাদের ৩৮ বছরের ইতিহাসে ৩৫ বছরই মুনাফায় ছিল।
দুবাই ভিত্তিক বিমান পরিবহণ কম্পানি এমিরেটস কিভাবে বিশ্বের অন্যতম সেরা এবং লাভজনক এয়ারলাইন্সে পরিণত হল, সে সম্পর্কে আলোচনা করা হবে কিকেনকিভাবে র এই পর্বে।
00:00 এমিরেটস এয়ারলাইন
01:06 শুরুর ইতিহাস
02:50 এমিরেটস প্রতিষ্ঠা
04:12 সম্প্রসারণ এবং আধুনিকায়ন
05:52 গ্রাহক সেবা
06:40 রুট নেটওয়ার্ক
08:00 উদ্ভাবনী মার্কেটিং এবং ব্র্যান্ডিং
09:09 খরচ কমানোর ব্যবসায়িক মডেল
11:21 দুবাই বিমান বন্দর
13:13 চার্টার বিমান
13:56 চীনের যাত্রীবাহী বিমান
কিকেনকিভাবে র ফেসবুক পেইজেও নিয়মিত সকল ভিডিও প্রকািশিত হচ্ছে। কিকেনকিভাবে র ভিডিওগুলো ফেসবুকে দেখতে চাইলে লাইক এবং ফলো করে আমাদের সাথে থাকুন।
ফেসবুক পেজ: https://www.facebook.com/kikenokivabe
আমাদের কালো পিপড়া চ্যানেলে আবারো ভিডিও প্রকাশিত হচ্ছে। নতুন ভিডিও দেখুন: https://bit.ly/2YwLW6d
💡 সাবস্ক্রাইব করুন: https://goo.gl/sBmcKv
🔔বেল আইকন ক্লিক করুন🔔
💡 আমাদের ওয়েব সাইট ঘুরে আসুন:
▶ https://kikenokivabe.com/
⚠ এই ভিডিওতে প্রচারিত সকল তথ্য সংশ্লিষ্ট ওয়েবসাইট / বই / জার্নাল / ম্যাগাজিন / জাতীয় ও আর্ন্তজাতিক গণমাধ্যম / প্রামাণ্যচিত্র থেকে সংগৃহীত।
⚠ এই ভিডিওতে ব্যবহৃত কিছু ছবি প্রকৃত ব্যক্তি, ঘটনা, সময় বা স্থানকে উপস্থাপন করে না; দৃশ্যের শূণ্যতা পূরন করতে তা ব্যবহার করা হয়েছে।
⚠ এই ভিডিও ডাউনলোড করে, পুনরায় কোন ধরনের প্রচার মাধ্যমে বিতরণ করবেন না।
CONTACT US:
✉ email: [email protected]