পৃথিবীতে মানব সভ্যতার উন্মেষের পেছনে নদনদীর মত সুপেয় পানির জলাধারগুলো সবসময়ই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এসেছে। যে কারণে নীল নদ, টাইগ্রিস ও ইউফ্রেটিস এবং হোয়াং হোর মত নদনদীগুলোর তীরেই মিশরীয়, ব্যাবিলনীয় এবং চৈনিক সভ্যতাগুলোর বিকাশ ঘটেছিল। ভারতবর্ষেও এই সভ্যতাগুলোর সমসাময়িক একটি সভ্যতার উন্মেষ হয়।
বর্তমান দক্ষিণ পশ্চিম পাকিস্তানের সিন্ধু নদ এবং সরস্বতী নামে হারিয়ে যাওয়া আরেকটি নদীর অববাহিকায় বিকশিত এই সভ্যতাটি সিন্ধু অববাহিকার সভ্যতা বা হরপ্পান সভ্যতা নামে পরিচিত। মিশরীয় এবং ব্যাবিলনীয় সভ্যতার সমসাময়িক হলেও বিজ্ঞানীদের গবেষণা অনুযায়ী একাধিক অনন্য বৈশিষ্ট্যের কারণে এই হরপ্পান সভ্যতা বাকি সভ্যতাগুলোর তুলনায় যেমন অভিনব তেমনি অগ্রগামী ছিল। আজকের ভিডিওতে আপনাদের এই হরপ্পান সভ্যতা এবং তাদের স্থাপিত বৃহত্তম জনপদ মহেঞ্জোদারো সম্পর্কে বিস্তারিত জানাবো। এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন কি কারণে নৃবিজ্ঞানীরা ব্রোঞ্জ যুগের এই সভ্যতাটিকে সমসাময়িক সভ্যতাগুলোর তুলনায় অগ্রগামী আখ্যা দিয়েছেন।
আদ্যোপান্ত'র এই পর্বে জানবেন সাড়ে ৪ হাজার বছরের পুরোনো আধুনিক শহর মহেঞ্জোদারো সম্পর্কে।
📌 সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/ADYOPANTO
নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন
💻 যুক্ত হোন:
ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto
💻 আমাদের ওয়েবসাইট:
https://www.atpoure.com
📌 For Copyright Related Issues, please contact us:
adyopanto@gmail.com