স্থাপত্য অধিদপ্তর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, প্রশ্ন সমাধান, Exam Date: 24 January 2025
Question PDF: https://drive.google.com/file/d/1Dasse9U0sGRl4m8Scu4eURZfTYMTR8j3/view?usp=sharing
সকল চাকুরীর পরীক্ষার প্রস্তুতির জন্য: WhatsApp: 01735778503
Facebook Page: https://www.facebook.com/profile.php?id=100063918170166
Facebook Group : https://www.facebook.com/groups/822928402412283
Facebook Page: https://www.facebook.com/profile.php?id=61553663979324&mibextid=ZbWKwL
গণজাতন্ত্রী বাংলাদেশ সরকার
স্থাপত্য অধিদপ্তর, স্থাপত্য ভবন, সেগুনবাগিচা, ঢাকা
লিখিত পরীক্ষা-২০২৫
পদের নাম: অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
সময়: ১ ঘন্টা ৩০ মিনিট পরীক্ষার তারিখ: ২৪ জানুয়ারি ২০২৫ পূর্ণমান :১০০
বাংলা-৩০
০১। সন্ধি বিচ্ছেদ করুনঃ ৫×১ = ৫
ক) গায়ক = গৈ + অক
খ) কিংবদন্তি = কিম্ + বদন্তি
গ) বৃহস্পতি = বৃহৎ + পতি
ঘ) উড্ডীন = উৎ + ডীন
ঙ) চাট্টি = চার্ + টি
০২। ব্যাসবাক্যসহ সমাস নির্ণয় করুনঃ ৫×১ = ৫
সমস্ত পদ ব্যাসবাক্য সমাস
কাঁচিছাটা কাঁচি দিয়ে ছাঁটা তৃতীয়া তৎপুরুষ সমাস
ধনদৌলত ধন ও দৌলত দ্বন্দ্ব সমাস
শশব্যস্ত শশকের মতো ব্যস্ত উপমান কর্মধারয় সমাস
বৌভাত বউ ভাত পরিবেশন করে যে অনুষ্ঠানে মধ্যপদলোপী বহুব্রীহি সমাস
চতুর্ভূজ চার ভুজের সমাহার দ্বিগু সমাস
০৩। এক কথায় প্রকাশ করুন: ৫×১ = ৫
ক) কড়ি কপালে = ভাগ্যবান
খ) ঊনপঞ্চাশ বায়ু = পাগলামী
গ) গোঁফ খেজুরে = অলস
ঘ) চাই চাপা আগুন = অপ্রকাশিত চাপা দুঃখ
ঙ) জগদ্দল পাথর = গুরুভার
০৪। বাক্য ও শব্দের শুদ্ধ প্রয়োগ করুন: ৫×১ = ৫
ক) তিনি আরোগ্য হইয়াছেন।
⇒ তিনি আরোগ্য লাভ করেছেন।
খ) তিনি স্বস্ত্রীক কুমিল্লা বাস করেন।
⇒ তিনি সঙ্গীক কুমিল্লা বাস করেন।
গ) দৈন্যতা প্রশংসনীয় নয়।
⇒ দৈন্য/দীনতা প্রশংসনীয় নয়।
ঘ) আমি গীতাঞ্জলী পড়িয়াছি।
⇒ আমি গীতাঞ্জলি পড়িয়াছি।
ঙ) মুমুর্ষ ব্যক্তির প্রতি সকলের সহানুভূতি ছিল।
⇒ মুমূর্ষু ব্যক্তির প্রতি সকলের সহানুভূতি ছিল।
০৫। অর্থসহ বাক্য রচনা করুন: ৫×১ = ৫
ক) রাবনের গুষ্টি = বড় পরিবার = রাবণের গোষ্ঠীর মুখে ভাত জোগাতে ইসমাইল সাহেবের হিমশিম অবস্থা।
খ) শ্রীঘর (জেলখানা) দুর্নীতিবাজদের জন্য শ্রীঘর আসল জায়গা।
গ) মড়ার ওপর খাঁড়ার ঘা = বিপন্ন লোকের উপর অত্যাচার = শচীন্দ্রবাবু গরীব মানুষ তার উপর অনেক ঋণ এ যেন মড়ার ওপর খাঁড়ার ঘাঁ।
ঘ) ঝাঁকের কই (একই দলভুক্ত) রাজনীতিবিদরা সবাই ঝাঁকের কই।
ঙ) হাত টান = চুরির অভ্যাস = তারা বাবুর হাতটানের অভ্যাস আছে।
০৬। বিপরীত শব্দ লিখুন: ৫×১ = ৫
প্রদত্ত শব্দ বিপরীত শব্দ
অর্বাচীন প্রাচীন
উত্তমর্ণ অধমর্ণ
ওস্তাদ সাগরেদ
গরিষ্ঠ লঘিষ্ঠ
দ্যুলোক ভূলোক
ইংরেজি-৩০
০৭. Translate the sentences into English: ৬×১ = ৬
ক) সে ঘন্টার পর ঘণ্টা পড়ছে।
উত্তর: He has been reading for hours.
খ) মুষলধারে বৃষ্টি হচ্ছে।
উত্তর: It is raining cats and dogs
গ) আমি অপমান অপেক্ষা মৃত্যু পছন্দ করি।
উত্তর: I prefer death to dishonor.
ঘ) কখনো হাল ছেড়ে দিওনা।
উত্তর: Never say die.
ঙ) সময় ও স্রোত কারো জন্য অপেক্ষা করো না।
উত্তর: Time and tide wait for none
চ) ব্যর্থতাই সফলতার চাবিকাঠি।
উত্তর: Failure is the pillar of success.
০৮. Make sentences with the idioms & phrases: ৬
a) At sixes and sevens (এলোমেলো) = The books are at sixes and sevens on the table.
b) Bad blood (শত্রুতা) = There is no bad blood between the two brothers.
c) Maiden speech (প্রথম বক্তৃতা) = His maiden speech pleased all.
d) End in smoke (ব্যর্থ হওয়া) = All his plans ended in smoke
e) In spite of (পরিবর্তে) = In spite of his illness, he walks fast.
f) White elephant (দামী কিন্তু অকেজো) = The rail project is a white elephant of the government
০৯. Fill in the blanks: ৬×১ = ৬
a) Honesty is------- great virtue. Answer: a
b) He plays......... piano well. Answer: the
c) Suddenly he burst......... tears. Answer: into
d) The tiger is fond........... meat. Answer: of
e) Listen....... what I say. Answer: to
f) Divide the mangoes....... the boys. Answer: among
১০. Change the number (Singular to Plural) ৬×১ = ৬
Singular Plural
Child Children
Brother-in-law Brethren-in-law
Appendix Appendices
Thesis Theses
Agendum Agenda
Loaf Loaves
১১। Change the voice : ৬×১ = ৬
a) Do not shut the door. [দরজা বন্ধ করিও না।]
Passive Voice: Let not the door be shut.
b) The news shocked him. [খবরটি তাকে আহত করেছে।]
Passive Voice: He was shocked at the news.
c) We ought to obey our parents. [আমাদের পিতা মাতাকে মান্য করা উচিত।]
Passive Voice: Our parents ought to be obeyed by us.
d) He killed himself. [সে আত্মহত্যা করেছিল।]
Passive Voice: He was killed by himself.
e) I saw him go. [আমি তাকে যেতে দেখলাম।]
Passive Voice: He was seen to go by me.
f) Who will do the work? [কাজটি কে করবে?]
Passive Voice: By whom will the work be done?
১৩. x-1/x=5 হলে প্রমাণ কর যে 〖(x+1/x)〗^2+1=30
১৪. x-y=2 এবং xy = 24 হলে (x+y)/2 এর মান কত?
উত্তর: 5
১৫। রহিম ধার্যমূল্যে ওপর ৩০% ছাড়ে একটি ক্যালকুলেটর কেনে। সে কোন ছাড় না পেলে ৪২.৫০ টাকা বেশি দিতে হত। সে কত টাকায় ক্যালকুলেটরটি কিনেছিল।
সমাধান মনে করি, বইটির প্রকৃত মূল্য x টাকা
উত্তর: 99.16 টাকা
১৬। 10 বছর পূর্বে পিতা ও পুত্রের বয়সের অনুপাত ছিল 4:1। 10 বছর পরে পিতা ও পুত্রের বয়সের অনুপাত হবে 2:1। পিতা ও পুত্রের বর্তমান বয়স নির্ণয় করুন।
পিতার বর্তমান বয়স (4×10+10)=50 বছর, পুত্রের বর্তমান বয়স 10+10=20 বছর।
১৭. ABC একটি সরলরেখা। ∠DBE = 〖90〗^0, ∠DBA = 2∠EBC হলে ∠DBA = কত ডিগ্রী?