তিস্তা বাংলাদেশের চতুর্থ বৃহত্তম নদী। যা উত্তরাঞ্চলের তিস্তাপাড়ের মানুষের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে। এর ভাঙন, ঢেউ আর চরের সঙ্গে যেন এসব মানুষের অবিচ্ছেদ্য স¤পর্ক। কিন্তু এই নদীর পানিতে বাঁধ দিয়ে আটকিয়ে দাদাগিরি দেখাত ভারত। মানে শুকনো মৌসমে পানি আটকে বাংলাদেশকে মরুভূমি বানিয়ে দেওয়া আর বর্ষায় বাঁধ ছেড়ে গোটা বাংলাদেশকে বন্যায় বাসিয়ে দেওয়া। শেখ হাসিনার শাসনামলে তিস্তা নদীতে বাংলাদেশ অংশে একটি বহুমুখী ব্যারেজ নির্মাণের জন্য চীন তৎপর ছিলো, কিন্তু ভারত তাদের নিরাপত্তার ভয়ে সেটি আটকে দেয়। এদিকে গত ৫ আগস্ট গণঅভ্যুত্থানে শেখ হাসিনার পতন হওয়ার পর তিস্তাপাড়ের মানুষজনের দাবির দিকে তাকিয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে জোর দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এজন্য চীনের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে বাংলাদেশ। তিস্তা মহাপরিকল্পা এবার আর আটকাতে পারলো ভারত। তাতে কতটা চিন্তায় পরেছে ভারত? কবে থেকে শুরু হচ্ছে তিস্তা মহাপরিকল্পনা?