আদম আঃ - https://youtu.be/uZABBymKZCE
নূহ আঃ - https://youtu.be/ASM9yzox2V4
ইদ্রিস আঃ - https://youtu.be/KUIqzbCDo54
হুদ আঃ - https://youtu.be/dtw3pZjSExQ
সালেহ আঃ - https://youtu.be/9cEq0JbPgXk
ইব্রাহীম আঃ - https://youtu.be/icgw4oVB6HI
লূত আঃ - https://youtu.be/bDQNEzG177c
ইসমাইল আঃ - https://youtu.be/BhDbPWRf3OY
ইসহাক আঃ - https://youtu.be/7pV6u1UWorQ
ইয়াকুব আঃ - https://youtu.be/t5VYBoMk-Jk
ইউসুফ আঃ - https://youtu.be/2yH1iXyYCu8
আইযুব আঃ - https://youtu.be/dM7HouyLi14
শোয়াইব আঃ - https://youtu.be/NXj41TxXpAo
মূসা আঃ - https://youtu.be/M778RGZkTWU
হারুন আঃ - https://youtu.be/qEBJox3IUDQ
ইউনুস আঃ - https://youtu.be/v-c4brEh8b4
দাউদ আঃ - https://youtu.be/Mw17RkA5vgc
সুলাইমান আঃ - https://youtu.be/-9JDzv1UJm8
ইলিয়াস আঃ - https://youtu.be/4eWOdyKOM7Q
আল ইয়াসা আঃ - https://youtu.be/EC7yLv_mHr0
যুল কিফল আঃ - https://youtu.be/ppM8dxghzKE
যাকারিয়া আঃ - https://youtu.be/Q4-DMNyDoXs
ইয়াহিয়া আঃ – https://youtu.be/7s598fJwGRc
ঈসা আঃ - https://youtu.be/NeFLJ2x_tGc
মুহাম্মাদ (সঃ) - https://youtu.be/LSBg56gCpOg
00:00 সুলাইমান আঃ এর জীবনী
00:15 বাল্যকালে সুলাইমান আঃ এর বিচারঃ
02:58 সুলাইমান নবীর বিস্ময়কর ঘটনাগুলোঃ
03:16 ১। সুলাইমান নবী ও পিঁপড়া
05:18 ২। হুদহুদ পাখি ও সুলাইমান(আঃ) এর কাহিনী
06:56 ৩। সুলাইমান আঃ ও রাণী বিলকিসের ঘটনা
12:30 ৪। সুলাইমান নবীর ঘোড়া কুরবানি
14:10 ৫। সুলাইমান আঃ এর সিংহাসন
14:36 সুলাইমান নবীর আংটি ঘটনা
15:34 ৬। ইনশাআল্লাহ না বলার করুণ পরিণতি
17:21 ৭। হারুত মারুত ফেরেশতার কাহিনী
19:57 ৮। সুলাইমান আঃ এর জিন ও সুলাইমান নবীর মৃত্যু
22:54 সুলাইমান নবীর অলৌকিক বৈশিষ্ট্যগুলোঃ
29:25 চারাগাছের কাহিনী
31:37 সুলাইমান নবীর মৃত্যুর কাহিনী
33:30 জীনদের অবস্থা
34:25 সুলাইমান নবীর মৃত্যু প্রকাশ
29:25 সুলাইমান নবীর মৃত্যুর কাহিনী
35:21 জীনদের আফসোস
36:42 সুলাইমান নবীর মৃত্যুর পর
38:28 সুলাইমান নবীর মৃত্যু ও রাজত্বকাল
38:06 সুলাইমান নবী সম্পর্কে মূল্যবান কথা
39:20 সুলাইমান নবীর জীবন কাহিনী থেকে মূল্যবান ৫টি শিক্ষা
সুলাইমান (আঃ)- এর মোট বয়স হয়েছিল ৫৩ বছর। তের বছর বয়সে নবী সুলাইমান রাজ্যের কাজ হাতে নেন এবং শাসনের চর্তু বছরে বায়তুল মুক্বাদ্দাসের নির্মাণ কাজ শুরু করেন। হযরত সুলাইমান (আঃ) ৪০ বছর কাল রাজত্ব করেন।
নবী সুলাইমানের বৈশিষ্ট্য সমূহ :
১. বায়ু প্রবাহকে সুলাইমানের প্রতি অনুগত করে দেওয়া হয়েছিল। তাঁর হুকুম মত বায়ু তাঁকে তাঁর ইচ্ছামত স্থানে বহন করে নিয়ে যেত। তিনি সদলবলে বায়ুর পিঠে নিজ সিংহাসনে সওয়ার হয়ে দু’মাসের পথ একদিনে পৌঁছে যেতেন।
২. তামার ন্যায় শক্ত পদার্থকে আল্লাহ সুলায়মানের জন্য তরল ধাতুতে পরিণত করেছিলেন। যেমন আল্লাহ বলেন, ‘আমি তার জন্য গলিত তামার একটি ঝরণা প্রবাহিত করেছিলাম...’ (সূরা সাবা ৩৪/১২)।
৩. আল্লাহ জিনকে হযরত সুলাইমানের অধীন করে দিয়েছিলেন। যেমন আল্লাহ বলেন, ‘আর জিনের মধ্যে কিছুসংখ্যক তার (সুলায়মানের) সম্মুখে কাজ করত তার পালনকর্তার (আল্লাহর)আদেশে...’ (সূরা সাবা ৩৪/১২)।
৪. পক্ষীকুলকে সুলায়মানের অনুগত করে দেওয়া হয়েছিল এবং সুলাইমান নবী পাখিদের ভাষা বুঝতেন।
পক্ষীকুল তাঁর হুকুমে বিভিন্ন কাজ করত। সবচেয়ে বড় কথা এই যে, রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ পত্র তিনি হুদহুদ পাখির মাধ্যমে পার্শ্ববর্তী ‘সাবা’ রাজ্যের রাণী বিলক্বীসের কাছে প্রেরণ করেছিলেন।
৫. পিপীলিকার ভাষা সুলাইমান আঃ বুঝতেন।
৬. তাঁকে এমন সাম্রাজ্য দান করা হয়েছিল, যা পৃথিবীতে আর কাউকে দান করা হয়নি। এজন্য আল্লাহর হুকুমে তিনি আল্লাহর নিকটে প্রার্থনা করেছিলেন। যেমন আল্লাহ বলেন, ‘সুলায়মান বলল, হে আমার পালনকর্তা! আমাকে ক্ষমা কর এবং আমাকে এমন এক সাম্রাজ্য দান কর, যা আমার পরে আর কেউ যেন না পায়। নিশ্চয়ই তুমি মহান দাতা’ (সূরা ছোয়াদ ৩৮/৩৫)।
৭. প্রাপ্ত অনুগ্রহরাজির হিসাব রাখা বা না রাখার অনুমতি পেয়েছিলেন নবী সুলায়মান (আঃ)।
সুলায়মানের জীবনে উল্লেখযোগ্য ঘটনাবলী :
(১) হযরত সুলাইমান আঃ এর সাথে পিপড়ার ঘটনা:
(২) ‘হুদহুদ’ পাখির ঘটনা: সুলায়মান পাখিদের খোঁজ-খবর নেয়ার সময় হুদহুদকে পেলেন না। ‘কিছুক্ষণ পরেই হুদহুদ এসে হাযির হলো এবং ‘সাবা’ থেকে রাণি বিলকিসের সম্পর্কে সংবাদ নিয়ে আসল’।
(৩) রাণী বিলকিসের ঘটনা: হযরত সুলায়মান (আঃ)-এর শাম ও ইরাক সাম্রাজ্যের পার্শ্ববর্তী ইয়ামন তথা ‘সাবা’ রাজ্যের রাণী ছিলেন বিলক্বীস বিনতুস সারাহ বিন হাদাহিদ বিন শারাহীল। তিনি ছিলেন সাম বিন নূহ (আঃ)-এর ১৮তম অধঃস্তন বংশধর। রাণী বিলকিসের ঊর্ধ্বতন ৯ম পিতামহের নাম ছিল ‘সাবা’।
(৪) হযরত সুলায়মান আঃ এর ঘোড়া কুরবানীর ঘটনা:
(৫) সিংহাসনের উপরে একটি নি®প্রাণ দেহ প্রাপ্তির ঘটনা: আল্লাহ বলেন ‘আমি সুলায়মানকে পরীক্ষা করলাম এবং রেখে দিলাম তার সিংহাসনের উপর একটি নি®প্রাণ দেহ। অতঃপর সে রুজু হল’ (সূরা ছোয়াদ ৩৮/৩৪) ।
(৬) ‘ইনশাআল্লাহ’ না বলার ফল :
(৭) হারূত ও মারূত ফেরেশতাদ্বয়ের কাহিনী : সুলায়মান নবী সম্পর্কে অনেকে সমালোচনা শুরু করে এবং বলতে থাকে যে সুলায়মান একজন জাদুকর। লোকদের এই ভ্রান্তি দূর করতে আল্লাহ তাআলা বাবেল শহরে হারুত ও মারুত নামে দুই ফেরেশতাকে মানুষের রুপ ধরে পাঠিয়ে দেন।
(৮) বায়তুল মুক্বাদ্দাস নির্মাণ ও সুলায়মান (আঃ)-এর মৃত্যুর বিস্ময়কর ঘটনা : হযরত সুলায়মানের মৃত্যুকাল ঘনিয়ে এল। জীনরা হযরত সুলায়মানের ভয়ে কাজ করত।
সুলায়মান (আঃ) ৫৩ বছর বেঁচেছিলেন। হযরত সুলাইমান আঃ ৪০ বছর রাজত্ব করেন। তাঁর মৃত্যুর পরে সুলাইমান আঃ এর পুত্র রাহবাআম ১৭ বছর রাজত্ব করেন। অতঃপর বনু ইস্রাঈলের রাজত্ব বিভক্ত হয়ে যায়। সুলায়মান মনছূরপুরীর হিসাব মতে শেষনবী (সঃ)-এর আবির্ভাবের প্রায় ১৫৪৬ বছর পূর্বে সুলায়মান (আঃ) মৃত্যুবরণ করেন।