রাজা সীতারাম মূলতঃ বর্তমান বাংলাদেশের মধ্যযুগের ইতিহাসের এক প্রভাবশালী ব্যক্তিত্ব, কিন্তু প্রতাপাদিত্যের প্রায় সমসাময়িক এই বীর ঢাকা পড়ে গেছেন ইতিহাসের অবহেলায় ও অবজ্ঞায়। এবারে তাই চেষ্টা করলাম তাঁকে বর্ণনা করার।