MENU

Fun & Interesting

১০০ কেজি ষাঁড় গরুর মোটাতাজাকরন দানাদার খাবার তৈরি নিয়ম || bull fattening food formula || cow food

Video Not Working? Fix It Now

১০০ কেজি ষাঁড় গরুর মোটাতাজাকরন দানাদার খাবার তৈরি নিয়ম || bull fattening food formula || cow feed আসসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে মূলত 100 কেজি দানাদার খাবার তৈরি করতেছি গরুর জন্য ১.ভুট্টা ভাঙ্গা 30 কেজি ২.চালের কুড়া 20 কেজি ৩.গমের ভুসি ২০ কেজি ৪.এনকোরেজ ভুসি 10 কেজি ৫.রাইস ব্রান 10 কেজি ৬. ৭.ভিটামিন ১ কেজি ৮.শুটকি মাছের গুড়া ও হাড়ের গুড়া ৩ কেজি ৮.লবণ চিটাগুড় ও সরিষার খৈল একসঙ্গে রাতের বেলা ভিজিযে মিশ্রিত করে দেই। লবণ 50 গ্রাম চিটাগুড় 50 গ্রাম সরিষার খৈল ২৫০ গ্রাম করে প্রতিদিন। গরু মোটাতাজাকরণের ক্ষেত্রে অত্যাবশ্যকীয় ভূমিকা প্রথম অবস্থায় আপনারা কৃমি মুক্তকরণ করবেন ভালোভাবে। তারপরে গরুকে ক্ষুরা রোগের ভ্যাকসিন দিয়ে খামারে প্রবেশ করতে হবে। তারপর আস্তে আস্তে দানাদার খাবার ও ভিটামিন ঔষধ দেওয়ার লাগবে। গরু মোটতাজাকরনে দুই ধরনের খাদ্যের সমন্বয়ে রেশন তৈরী করা হয়। ১. আঁশ জাতীয়ঃ শুধু খড়, ইউ এম, সবুজ ঘাস ইত্যাদি । তবে এই প্রক্রিয়ায় খামারীদেরকে শুধু খড়ে পরিবর্তে ইউ এম এস খাওয়াতে হবে ষাড় গরু মোটাতাজা করার নিয়ম ষাড় গরু মোটাতাজা করার জন্য যা যা করতে হবে 1. ২ বছর বয়সের ষাড় গরু ক্রয় করতে হবে। 2. গরুর জন্য আরামদায়ক বাসস্থান তৈরি করতে হবে। যে কানে আলো ও বাতাস চলাচলের উত্তম ব্যবস্থা থাকবে। 3. গরুকে পুষ্টিকর খাদ্য সরবরাহ করতে হবে। 4. গরুকে প্রতিদিন শলীর মেজে গোসল করাতে হবে। 5. গরুকে স্টেরয়েড ও হরমোন জাতীয় ঔষধ প্রদান করা থেকে বিরত ধাকতে হবে। #cow_food_formula #feeding_cows #গরুর_খাবার #ষাঁড়_গরুর_খাবার

Comment