খেজুর বাগানে ডিউটি কয় ঘন্টা করতে হয় ডিউটি নিয়ম কিভাবে সকাল ছয়টায় ডিউটিতে যেতে হয় এবং আটটার সময় নাস্তা খেতে হয় এবং সাড়ে আটটা সময় ডিউটি যেতে হয়। আবার বারোটার সময় রুমে আসতে হয়। আবার দুইটার দিকে ডিউটি যেতে হয়। ছয়টার সময় রুমে আসতে হয় ডিউটি শেষ সৌদি আরব।