মোঃ সাদ্দাম হোসেন দাউদকান্দি সংবাদদাতা।।
কুমিল্লার দাউদকান্দি উপজেলার ইলিয়টগঞ্জ বাজারে আল-আরাফাহ্ ইসলামি ব্যাংক পিএলসির এজেন্ট ব্যাংকিং এর উদ্বোধন করা হয়েছে।১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার বিকাল তিনটায় বাজারের মজুমদার প্লাজায় এজেন্ট ব্যাংকিং সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাহমানিয়া কাফেলা বাংলাদেশের আমীর ও বানিয়াপাড়া দরবার শরীফের পীর আবু বকর সিদ্দিক আল কাসেমী। ব্যাংকিং কার্যক্রমের শুভ উদ্বোধন করেন আল আরাফাহ ব্যাংকের ভাইস প্রেসিডেন্ট ও চান্দিনা শাখার ব্যবস্থাপক জহিরুল ইসলাম পাটোয়ারী।
এসময় চান্দিনা শাখার অপারেশন ম্যানেজার এ কে এম মাহবুবুর রহমান,ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সাবেক আমীর দেলোয়ার হোসেন মোল্লা, বাতাঘাষি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহজাহান সিরাজ,ব্যবসায়ী সাইফুল ইসলাম খোকন, বিশিষ্ট ব্যবসায়ী আরিয়ান এন্টার প্রাইজের স্বত্বাধিকারী ইসমাঈল হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী মীর মুক্তা টেলিকমের স্বত্বধিকারী উজ্জ্বল হোসেন রানা সহ ইলিয়টগঞ্জ বাজারের সকল ব্যবসায়ীগন উপস্থিত ছিলেন। মানুষের সেবার উদ্দেশ্যে মোঃ কাউসার আলম ও আলহাজ্ব আনোয়ার হোসেনের মহতি উদ্যোগে এমএস স্টোর নামে এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু করা হয়।