তোয়া তাহা এগ্রো ফার্মের গরুগুলি চলে গেল তাদের আপন ঠিকানায়
আমি আমার ছোট্ট খামারে কয়েকটি সুন্দর সুন্দর ষাঁড় গরু পালন করেছিলাম এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষ্যে গরুগুলিকে প্রস্তুত করা হয়েছিলো। ঈদ উপলক্ষ্যে খামার থেকে আজ সুলতান, নবাব, প্রিন্স, সম্রাট ও রঙ্গারকে তাদের নিজ ঠিকানায় পাঠানো হচ্ছে। আলহামদুল্লিাহ খামারের সুদর্শন মোট পাঁচটি গরু কোরবানীদাতাদের বাড়ীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবে, ওরা চলে যাবে ওদের আপন ঠিকানায়। মহান আল্লাহ আমাদের সকলের কোরবানী কবুল করুন। ঈদ মোবারক
Follow me on Instagram: https://www.instagram.com/tuhintraveler