MENU

Fun & Interesting

এই ত্রিশুলের অলৌকিক ক্ষমতা রয়েছে ক্যান্সার ভাল হয়েগেল 🌺 | kothaikifc

Kothai ki fc 6,758 lượt xem 5 months ago
Video Not Working? Fix It Now

#krishnakali #kothaikifc #bardhamankrishnakalima

ভারতবর্ষের পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার বর্ধমানে ইছলাবাদে কৃষ্ণ কালি মায়ের সেবাইত মা মঙ্গলা কোরার মায়ের বাড়ি । সেখানেই আগে মায়ের পূজো হতো এখন মায়ের মন্দিরের জায়গা পরিবর্তন হয়েছে । সেই মায়ের মন্দিরের নতুন ঠিকানা শেয়ার করলাম ।
সোমবার আসবেন না কারণ ঐ দিন মন্দির বন্ধ থাকে । সোমবার বাদ দিয়ে যে কোনো বার আসতে পারেন । এখানে নাম গোত্র দিয়ে পূজো দেওয়া হয় না । আপনি লাইনে দারিয়ে পূজো দিন । মা কে আপনার সমস্যার কথা বলবেন । মা সবার কাছে গিয়ে সমস্যার কথা জনতে চান । মন্দির খোলা হয় ৮ - ৯ টার মধ্যে । মা মন্দিরে আসেন 10- 12 টার মধ্যে ।

কি ভাবে আসবেন :-
যদি ট্রেনে আসেন আপনাকে বর্ধমান জেলার বর্ধমান আসতে হবে। বর্ধমান ষ্টেশনে নেমে 1 নম্বর প্লাটফর্মের বাইরে বেরিয়ে আসবেন। বাঁ দিকে বেরিয়ে টোটো পেয়ে যাবেন । বলবেন কৃষ্ণ কালি মায়ের মন্দির যাব। ভারা প্রতিজন 30 টাকা করে ।আর যদি বাসে আসেন তাহলে প্রথম বর্ধমানে আসতে ।এবার বর্ধমানে যদি আলিশা বাসস্ট্যান্ডে নামেন তাহলে ওখান থেকে টোটো পেয়ে যাবেন 20 টাকা ভারা । আর যদি নবাবহাট বাসস্ট্যান্ডে আপনি নামেন তাহলে আপনি বীরহাটা বা কার্জন গেটে নামতে পারেন নেমে টোটো ধরে নেবেন বলবেন জয় কৃষ্ণ কালি মায়ের মন্দির যাব। নিচে ঠিকানা দিলাম।

Address :
NANDAN KANAN
Hatchry Road , Baikunthpur-2 ,
Post-Sripalli , District-Burdwan


বাড়ি ভারার জন্য মন্দিরের বাইরে বেরিয়ে আসবেন একটু ঘোরাঘুরি করলে দেখতে পাবেন বাইরের বিজ্ঞাপন দেওয় আছে সেখানেই কল করে জেনে নেবেন 400-500 মধ্যেই পাবেন। তবে কোনো দালাল চক্রে পরবেন না । আরও কিছু জানতে চাইলে join করুন আমার ইউটিউব চ্যানেলে ।

__________________________________________
খুব সুন্দর একটি কম দামের মধ্যেই ত্রিশুল রয়েছে । নিচে লিঙ্ক শেয়ার করলাম । জয় কৃষ্ণ কালি মায়ের নামে নিতে পারেন ।
👇
https://amzn.to/3yKDQMG
___________________________

কোনো কিছু জানতে চাইলে আমাকে ম্যাসেজ করুন আমি সর্বদা চেষ্টা করব আপনাদের সাহায্য করার।

Follow Me:
https://instagram.com/falgunichatterjee400

Your Queries : 👇

Krishna kali mayer address
Krishna kali mayer mandir kothay hobe
Krishna kali mayer naam ki vabe holo
Krishna kali mayer thikana
Burdwan krishnakali maa
Krishna kali maaye trisul rahasya
Krishna kali mayer mandir kothai
Krishna kali mayer mandir kothay
Krishna kali

Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.

Comment