লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ১০০বার পড়ার ফজিলত || লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আমল || লা হাওলা ওলা কুওয়াতা ইল্লা বিল্লাহ এর কারিশমা ||আল্লামা মুফতী মুস্তাকুন্নবী কাসেমী || Mustakunnabi Kasemi waz || new waz 2025
`লা হাওলা`-র ফজিলত
'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ' এই কালেমাটি মূলত আরশের নিচে একটি অমূল্য রত্ন ভান্ডার। এই কালেমাটি অধিক পরিমাণে পাঠ করলে নেক আমল করা এবং পাপাচার হতে বাঁচার তাওফিক মিলতে থাকে। এই অর্থেই এই কালেমাটিকে 'জান্নাতের রত্নভাণ্ডার' আখ্যায়িত করা হয়েছে।
চলুন জেনে আসি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ফজিলত সম্পর্কে:
১. হযরত আবু হুরায়রা( রাঃ)বলেন, একদা আমাদের নবীজি বলেছেন, আমি কি তোমাকে এমন একটি কালেমা শিখিয়ে দিব না যা আরশের নিচে অবস্থিত বেহেশতের একটি রত্নভাণ্ডার? তা হলো' লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ '। (মেরকাত )
২. লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ হল ৯৯ টি ব্যাধির ঔষধ স্বরূপ।
৩. অধিক পরিমাণে এই কালিমাটি পাঠের মাধ্যমে বান্দা নেক আমলের প্রতি উৎসাহিত হয় এবং সৎকর্ম সমূহ অবলম্বন করার চেষ্টাই থাকে।
৪. এক হাদিস হতে বর্ণিত যে নবীজি (সাঃ ) বলেন, আমার উম্মতকে বলবেন তারা যেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ অধিক পরিমাণে পাঠ করে। এটি পাঠের দ্বারা জান্নাতের বাগান বৃদ্ধি করতে থাকে সেই বান্দা।
৫. হজরত কায়স ইবনু সাদ ইবনু উবাদাহ (রা.) হতে বর্ণিত হাদিসে আছে, আমি নামাজরত থাকা অবস্থায় নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছ দিয়ে গমন করলেন। তিনি নিজের পা দিয়ে আমাকে আঘাত (ইশারা) করে বললেন,
আমি তোমাকে কি জান্নাতের দরজাগুলোর একটি দরজা সম্পর্কে জানাব না? আমি বললাম, হ্যাঁ। তিনি বললেন, ‘লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ (আল্লাহ ব্যতীত অনিষ্ট দূর করার এবং কল্যাণ লাভের কোনো শক্তি কারো নেই)। (তিরমিজি: ৩৫৮১)
৬. আবদুল্লাহ ইবনে আমর (রা.) বর্ণনা করেন, রাসুল (সা.) বলেছেন, পৃথিবীর বুকে যে ব্যক্তি বলে, ‘লা-ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, ওয়া লা-হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ’ তার অপরাধগুলো ক্ষমা করে দেওয়া হয়, যদিও তা সাগরের ফেনারাশির মতো (বেশি পরিমাণ) হয়। (তিরমিজি, হাদিস : ৩৪৬০)
উপরে উল্লেখিত এই ফজিলত দ্বারা এটি স্পষ্ট বোঝা যায় যে, 'লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ' দুনিয়া ও আখেরাতের জন্য একটি বিশেষ ফজিলতপূর্ণ কালিমা। এছাড়াও এই কালিমাটি অধিক পাঠের ফলে বান্দার নিজের সৌভাগ্য ও প্রভুর সন্তুষ্টি অর্জিত এবং বেহেশতি বাগানের বৃদ্ধি প্রাপ্ত হতে থাকবে।
মহান রাব্বুল আলামিন আমাদের প্রত্যেক বান্দাদের উপর লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ এই কালেমাটির ফজিলত বুঝে এটি অধিক পরিমাণে পাঠের তাওফিক দান করুন।
(আমিন )
#Mufti_Mustakunnabi_Kasemi
#মুফতী_মুস্তাকুন্নবী_কাসেমী
#মুফতি_মুস্তাকুন্নবী_কাসেমী_নতুন_বয়ান
#মুফতি_মুস্তাকুন্নবী_ওয়াজ
#মুফতি_মুস্তাকুন্নবী_সাহেবের_ওয়াজ
#নতুন_ওয়াজ
#বাংলা_ওয়াজ
#মুফতী_মুস্তাকুন্নবী_কাসেমী
#bangla_waz_2023
#বাংলা_ওয়াজ
#allamah
#মুস্তাকুন্নবী_কাসেমী_2023
#২০২৪
#Waz 2024
#new waz 2024
#mustakunnabi2024
#allama_mufti_mustakunnabi_kasemi2024
#২০২৫
#Waz 2025
#new waz 2025
#mustakunnabi2025
#allama_mufti_Mustakunnabi_kasemi2025