চেচেন-রুশ সংঘর্ষ হল রাশিয়ার (পূর্বে সোভিয়েত, জার সাম্রাজ্য) সরকার এবং বিভিন্ন চেচেন বাহিনীগুলির মধ্যে শতাব্দীব্যাপী চলা দীর্ঘ বিরোধ, যা প্রায়শই সশস্ত্র হত। যদিও আনুষ্ঠানিকভাবে এই সংঘাতের শুরু ১৭৮৫ সাল থেকে, কিন্তু এর শুরু আরও অনেক আগেই হয়েছিল।
এই ভিডিওতে আমরা সুদীর্ঘ চার শতাব্দীব্যাপী চলা রক্তাক্ত এ সংঘাতের ইতিহাস নিয়ে আলোচনা করেছি।
►► follow our Facebook page: https://www.fb.com/EpicsOfGlory
►► আপনার পছন্দের ইতিহাস গ্রন্থগুলো অর্ডার করতে ভিজিট করুণ- https://www.al-ishraqshop.com/category/----xhzvc
►► এছাড়াও অর্ডার করতে ভিজিট করুণ আল-ইশারাক শপের ফেসবুক পেজে: https://www.facebook.com/IshraqShop/