তাহেরপুর পেঁয়াজের হাট আমদানিতে ভরপুর ,পেঁয়াজের হাট কিন্তু এরপরও কৃষকের আর্তনাদ !!!!!
তাহেরপুর পেঁয়াজের হাট আমদানিতে ভরপুর ,পেঁয়াজের হাট কিন্তু এরপরও কৃষকের আর্তনাদ !!!!!
তাহেরপুর পেঁয়াজের হাট
তাহেরপুর পেঁয়াজের হাট আমদানিতে ভরপুর উৎপাদন হয়েছে, পেঁয়াজ আস্তে আস্তে জমা হয়েছে পাহাড় সমান এসব পেঁয়াজ চাষীদের কাছে কেনার পরে শুরু হয়েছে বস্তা বন্দি করার কাজ
পাহাড় সমান পেঁয়াজ জমা হওয়ার পরে ছোট ছোট ডালিতে করে বসাতে ভরা হচ্ছে পেঁয়াজ
বস্তা তে ভরার পর পেঁয়াজ এর বস্তার মুখ সেলাই করে দেওয়া হচ্ছে।
বস্তাগুলো ট্রাকে করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে চলে যাবে ঢাকা সিলেট চট্টগ্রাম ফেনী থেকে শুরু করে স্থানীয় পাইকারি বাজারেও যায় তাহেরপুর হাটের পেঁয়াজ।
পেঁয়াজের ফলন বাম্পার হওয়াতেও খুশি নেই চাষিরা কারণ অন্যান্য বছরের তুলনায় এবারের পেঁয়াজ এর দাম অনেক কম যার ফলে চাষিরা পড়েছে বিপাকে।
কারণ যে দাম হয়েছে এবার পেঁয়াজের তাতে চাষীদের চাষ করবার টাকা ও উঠবেনা যার ফলে লোকসানের পরিমাণ অনেক গুন হবে।
সরকারের কাছে আকুল আবেদন এসব পেঁয়াজ চাষীদের দিকে বিশেষ নজর দেওয়ার জন্য যাতে দেশের কৃষক ও বাঁচে এবং দেশও বাঁচে
#তাহেরপুরপেঁয়াজেরহাট #হাট #হাট_বাজার #হাট #কৃষক_খামারী #কৃষক_কৃষাণী #কৃষকদল #পেঁয়াজের_দাম #পেঁয়াজের_দাম_কত #পেঁয়াজ #পেঁয়াজ_চাষ #rajshahi #তাহেরপুর #mesbaulislamsagar #mesbarchannel