MENU

Fun & Interesting

ইহুদী জাতির ইতিহাস | দ্বিতীয় পর্ব | আদ্যোপান্ত | History Of Jewish people | Adyopanto

ADYOPANTO 270,949 3 years ago
Video Not Working? Fix It Now

ইসরাইলি বারো গোত্রের মধ্যে লেবিয় গোত্রের ইমরানের পরিবারে জন্ম হয় মুসা আলাইহিস সালাম এর। জন্মের পর তাঁর মা তিন মাস পর্যন্ত তাঁকে লুকিয়ে রাখেন। তবে পরবর্তীতে এই লুকোচুরি সম্ভব হয় নি। তাই তাঁকে ঝুড়িতে করে পানিতে ভাসিয়ে দেওয়া হয়। সেই ঝুড়ি ভেসে ভেসে চলে আসে ফারাওয়ের বাসভবনের ঘাটে। ফারাওয়ের স্ত্রী বিবি আসিয়া এই ঝুড়িটি আবিষ্কার করেন। অবশ্য বাইবেলের বর্ণনায় পাওয়া যায়, ফারাওয়ের কন্যা ঝুড়িটি আবিষ্কার করে। বিবি আসিয়া এই শিশুকে লালন পালন করতে ফারাওকে রাজি করান। ফলত, ফারাওয়ের রাজদরবারেই বেড়ে উঠতে থাকেন শিশু মুসা আলাইহিস সালাম। তাঁকে দুধ পান করানোর জন্য একজন হিব্রু মহিলাকে রাখা হলো, যিনি আর কেউ নন, মুসা আলাইহিস সালাম এর আসল মা। মুসা আলাইহিস সালাম যখন বড় হলেন, তখন তিনি জানতে পারলেন যে তিনি একজন হিব্রু। হিব্রু দাসদের উপর অমানবিক নির্যাতন তাঁকে ব্যাথিত করে তুললো। রাজদরবারে প্রভাব থাকার কারণে বিভিন্নভাবে হিব্রু দাসদের কষ্ট লাঘব করতে চেষ্টা করতে থাকলেন মুসা আলাইহিস সালাম। তিনি হিব্রুদের জন্য সপ্তাহে একদিন বিশ্রামের ব্যবস্থা করেন, সেটি ছিল শনিবার। কারন, সেটি ছিল ইহুদীদের পবিত্র দিবস ‘সাব্বাথ’। ইহুদীরা আজও শনিবারকে সাপ্তাহিক ছুটি হিসেবে নেয়। সুপ্রিয় দর্শক, ইহুদী জাতির ইাইহাসের দ্বিতীয় এবং শেষ পর্বে আপনাদের জানাবো মুসা আলাইহিস সালাম এর আগমন থেকে বর্তমানে ইহুদিদের বৈশ্বিক অবস্থান সম্পর্কে। 📌 সাবস্ক্রাইব করুন : https://www.youtube.com/ADYOPANTO নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে অবশ্যই "🔔" বেল আইকনে প্রেস করুন 💻 যুক্ত হোন: ফেইসবুক: https://www.facebook.com/Adyopanto 💻 আমাদের ওয়েবসাইট: https://www.atpoure.com 📌 For Copyright Related Issues, please contact us: [email protected]

Comment