চট্টগ্রামে বাবা-মার কাছে দুষ্প্রাপ্য কোনো জিনিসের জন্য জিদ ধরলে সন্তানকে নাকি তারা বলেন, বাড়িটাকে কি পীতাম্বর শাহ’র দোকান পেয়েছিস, যে যা চাইবি, তা-ই পাবি? কিছুদিন আগে চট্টগ্রামের জনপ্রিয় সাংবাদিক কমল দে তো বলেই বসলেন, পীতাম্বর শাহর দোকানে বাঘের দুধ থেকে শুরু করে মরা মানুষের চুলও বিক্রি হয়। এর থেকে সহজেই আন্দাজ করা যায় দোকানটির বহুমাত্রিক সংগ্রহ সম্পর্কে। আজ চট্টগ্রামের খাতুনগঞ্জে অবস্থিত প্রায় ২০০ বছরের পুরনো সেই পীতাম্বর শাহ’র দোকানে যাচ্ছি, ভাবতেই অন্যরকম অনুভূতি কাজ করছে মনে।
১৮০ বছর আগে পীতাম্বর শাহ ঢাকা থেকে পায়ে হেঁটে ১৫-২০ দিন পর চট্টগ্রামে পৌঁছেন। চট্টগ্রামে এসে দোকানটি কিনে তিনি ব্যবসা শুরু করেন। পরে তাদের সুনাম ছড়িয়ে পড়ে দেশে-বিদেশে। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো ১৮০ বছর ধরে প্রজন্ম থেকে প্রজন্মে তারা একই পদ্ধতিতে ব্যবসা করে যাচ্ছেন। বর্তমানে দোকানটি পরিচালনা করেন প্রতিষ্ঠানটির গোড়া পত্তনকারী পীতাম্বর শাহ’র চতুর্থ প্রজন্ম।
Contact :
[email protected]
#pitambar_shah #পীতাম্বর_শাহ