বিষয়: বিশ্বায়ন নাকি স্থানীয়করণ?
আলোচক: কাজী মসিউর রহমান
সহকারী অধ্যাপক, ইংরেজি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ।
(কাজী মসিউর রহমান অধ্যাপনার পাশাপাশি কলাম লেখেন সমসাময়িক বিষয় ও বিশ্ববিদ্যালয়ের নানান দিক নিয়ে। তিনি বর্তমান বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার পূর্বে বেশ কিছু দিন শিক্ষকতা করেছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে। বর্তমানে কাজ করছেন স্থানীয়করণের ভবিষ্যত নিয়ে। এছাড়া তার গবেষণার আগ্রহের বিষয়বস্তুর মধ্যে রয়েছে ডিকলোনাইজে, ইকোক্রিটিসিজম, মানবিকীবিদ্যা ইত্যাদি নিয়ে।
তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ও স্নাতকত্তোর করেছেন, এবং ব্র্যাক বিশ্ববিদ্যালয় থেকে উন্নয়ন অধ্যয়নেও স্নাতকোত্তর করেছেন।)
আমাদের সাইট- https://www.boithokbd.wordpress.com
ইউটিউব চ্যানেল লিংক- https://www.youtube.com/c/Boithok
ফেসবুক পেজ লিংক- https://www.facebook.com/boithok.edu
ইন্সট্রাগ্রাম লিংক- https://instagram.com/boithok_edu
টুইটার লিংক- https://twitter.com/boithok_edu
পিন্টারেস্ট লিংক- https://www.pinterest.com/boithok_edu
ফেসবুক গ্রুপ লিংক-
https://www.facebook.com/groups/ComplitBD