"তিক্তময় ভালোবাসায়"♥️"নিজের প্রিয় মানুষটা করিডোরের সামনে অন্যের সাথে অন্তরঙ্গ অবস্থায় দাড়িয়ে চুম্বনে
কথাগুলো স্বর্ণভাকে উদ্দেশ্যে করেই বলেছে অরুণা। স্বর্ণভার বুঝতে একটুও বেগ পেতে হল না। সে কোনরুপ কথা না বলে দিলারা বেগমের রুমে ঢুকে কাঙ্খিত জিনিসটি নিয়ে বেরিয়ে আসল। যাওয়ার সময় অরুণার উদ্দেশ্যে বলল, "ছোট বেলা থেকে তো অন্যের জিনিস খুটে কুড়িয়ে বড় হয়েছে, তাই হয়তো বড় বেলাতেও অন্যের ইউস করা মাল ব্যবহার করার অভ্যাসটা গেল না। স্বর্ণভা কখনও পঁচা নর্দমার কীটকে হিংসা করে না ছোট মন স্বর্ণভার না। মিডিল ক্লাস সস্তা পরিবেশ থেকে উঠে আসা মানুষের হয়। কথাবার্তা ঠিক ভাবে যেন বলা হয়।"
স্বর্ণভার প্রত্যেকটা কথায় যেন অরুণার শরীরে ফোস্কা পরেছে। মুঈনকে উদ্দেশ্যে করে বলল, "দেখেছ ও কি বলে গেল? তুমি চুপ করে থাকলে কেন? কিছু বলতে পারলে না?"💛❤️
"আহ! অরুণা থাম তো। তুমিই বা ওসব বলতে গেলে কেন। নিজ থেকে অপমানিত হওয়ার শখ জাগলে আমার কি করার থাকতে পারে?"
মুঈনের নির্বিকার উত্তরে অরুণা রাগে অগ্নিসর্মা হয়ে বলল, "কি বললে তুমি? আমার শখ জেগেছে? ওয়েট ওর এমন অবস্থা করব না! বুঝবে তখন।"