অল্প বয়সে একজন সফল ব্রিডার। খুবই সুন্দর ব্রিডিং প্রোগ্ৰেস না দেখলে মিস। Pure Pet Tips.
পাখির খাবার ও পানি সন্ধ্যার পর সরিয়ে রাখবেন, পরদিন সকালে পরিষ্কার পানি আর ফ্রেশ খাবার দিবেন। (২৫) পচনশীল খাবার ৩-৪ ঘন্টার বেশি খাঁচায় রাখবেন না। (২৬) মাসে এক বার এসিভি কোর্স করাবেন। (২৭) পাখির ঘরের তাপমাত্রা ২৫-২৮ ডিগ্রি সেলসিয়াস এর মধ্যে রাখবেন।
বাজরিগার পাখি কত প্রকার?
বাজারিগার পরিচিত একটি পোষা পাখি। আমেরিকায় লিট্টল প্যারাকিট নামে পরিচিত। এছাড়াও এই পাখী বাজী বা শেল প্যারাকিট, ক্যানারী প্যারট, জেব্রা প্যারট, কমন পেট প্যারাকিট, আন্ডুলেটেড প্যারাকিট বাজরীগার এবং বদরী নামেও পরিচিত। বাজরিগার পাখি প্রধানত অস্টেলীয়ার পূর্ব ও দক্ষিণ-পশ্চিম উপকূল অঞ্চলসহ সমগ্র বনাঞ্চলে দেখা যায়।
পাখির ডিম কিভাবে নিষিক্ত হয়
মিলনের সময়, পুরুষ পাখি একই দিকে মুখ করে স্ত্রীর উপরে যায়। তাদের ক্লোকা নামে একটি প্রবেশপথ রয়েছে যা তারা একে অপরের বিরুদ্ধে ঘষে। ক্লোকা থেকে, পুরুষের শুক্রাণু নারীর ডিম্বার দিকে যায়, যেখানে এটি নিষিক্ত হয় । নিষিক্ত হওয়ার পর স্ত্রী ক্লোকা থেকে ডিম বের হয়।
পাখি কি ধরনের প্রজাতি
কিংডম: পাখিদের শ্রেণিবিন্যাস প্রাণী সরীসৃপের অধীনে শ্রেণীবদ্ধ করা হয়েছে। Phylum: এই প্রজাতির আরও শ্রেণীবিভাগ phylum Chordata-এর মধ্যে পড়ে, যার অর্থ হল যে পাখিরা মেরুদণ্ড বিশিষ্ট প্রাণীদের বিভাগে পড়ে। শ্রেণী: পাখিরা Aves শ্রেণীর, মানে পাখিরা উষ্ণ রক্তের মেরুদণ্ডী প্রাণী।
বদ্রি পাখি পালন পদ্ধতি।
বাজারিগার পাখির ঔষধ।
বাজারিগার পাখির বিভিন্ন জাত।
বাজারিগার পাখির জাত ও দাম।
বদ্রি পাখি কি কি খায়।
বদ্রি পাখির দাম কত।
ঘরে পাখি পালন।
বদ্রি পাখির ছেলে মেয়ে চেনার উপায়।
বাজারিগার পাখি কতদিন পর পর ডিম দেয়।
#বদ্রিপাখি
#বাজরিগির_পাখি
#বাজরিগার_পাখি
#bajrigar
#bagrigar
#parrotdipankar
#parrot
#birdsounds
#purepettip