অসহায় দরিদ্রদের মাঝে রোজা পালনের জন্য শুকনা খাবার উপহার
রমজানের শুকনা খাবার সংগ্রহ করার জন্য আমরা এসেছি উল্লাপাড়া বাজারে। আজ আমরা বেশ কিছু পন্য দিয়ে কয়েকটি প্যাকেট তৈরী করে কয়েকজন দরিদ্র মানুষকে উপহার দিব। শুকনা খাবারের প্যাকেট করার জন্য আমরা চাল ডাল তেল ডিম ও অন্যান্য পন্য সংগ্রহ করলাম। শুকনা খাবারের প্যাকেটগুলি আমরা মোট দশ জন দরিদ্র ও অসহায় মহিলার উপহার দিলাম, যেন এই খাবার দিয়ে তারা তাদের পরিবার পরিজন নিয়ে রোজা পালন করতে পারেন।
Follow Me on Instagram: https://www.instagram.com/tuhintraveler