হায় হায় বিচ্ছু আমার গায়ে কামড় দিল রে | রিয়া মনির চমৎকার গানে হাসানোর চ্যালেঞ্জ প্রতিযোগিতা
Singer Riya, ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। একটি বিশেষ উদ্দেশ্য নিয়েই আমাদের যাত্রা শুরু। সেটা হল কালের বিবর্তনে হারিয়ে যাওয়া কিছু অসাধারন বাংলা গান যেন যুগ যুগ ধরে মানুষের মনে বেচে থাকে। আমরা বাউল গান, লোকগীতি, জারি-সারি, পালা গান, নতুন নতুন খেলা ও গান প্রচার করব। গ্রামীণ পরিবেশে গ্রাম বাংলার ঐতিয্য বাহী গান তুলে ধরাই হবে আমাদের মুল উদ্দেশ্য। সবাইকে আমাদের চ্যানেলে আসার জন্য ধন্যবাদ।