প্যান্ট কাটিং সালোয়ার করার ৩ টি গোপন ট্রিক যা আপনি জানেন না!
আমাদের এই চ্যানেলের মূল বৈশিষ্ট্য সঠিক ভাবে কাটিং এবং সেলাই শিখানো আপনাদের কাছে তুলে ধরা। কাটিং ও সেলাইয়ের মূল বিষয়টা হলো সেভ। আপনি যে ড্রেসটা কাটিং করেন না কেন তিনটা বিষয় লক্ষ্য রাখতে হবে।
যেমন........
১.আপনি যার জন্য ড্রেসটা কাটিং করবেন তার গঠন অনুযায়ী সঠিক মাপটা নিতে হবে।
২.আপনি যে ড্রেসটার মাপ নিয়েছেন ঔ মাপ অনুযায়ী সুন্দর করে সেফ দিয়ে ড্রইং করে নিতে হবে।
৩.আপনি যে সেফটা দিবেন, সেই সেফ অনুযায়ী কাটিং করা। এবং কাটিং করার পর সুন্দর করে সঠিক নিয়মে সেলাই করা।
আপনারা এই তিনটা বিষয়ে ফলো করবেন আপনাদের কাজ অনেক সুন্দর হবে।