আপনারা বেঁচে থাকতে আমার দরবারে ফ্যাতনা ঢুকতে দিবেন না। পারবেন? ফ্যাতনা মুক্ত রাখতে পারবেন? আমাদের সাবধান থাকতে হবে, মাবিয়ার মত লোক মোহাম্মদী ইসলামে ঢুকে ধ্বংস করতে না পারে।
কিছু লোক নিজেদের স্বার্থের জন্য আমার ছেলেদেরকে মালিক শব্দটা ব্যবহার করে। এটা পরিস্কার শিরিক। মোর্শেদের সাথে শিরিক করা। তাইলে আপনার মোর্শেদ কে? এটাকি ঈমান ধ্বংসকারী একটা অস্ত্র নয়?
আমি দল চাই না, আমি ঘৃনা করি এই দলকে। যে বা যারা দল করেন, তাদের স্থান আমরা দরবারে নাই। অযথা দলাদলি করে ঈমানহারা হবেন না। আমার এখানে আসছেন ঈমানকে সংগ্রহ করার জন্যে। যদি কর্মের দ্বারা ঈমান সংগ্রহ করতে না পারেন, এটা আপনারা দায়ী, আমি দায়ী নই। আমি তো আপনাকে ঈমানের বীজ বোপন করে দিয়েছি। আপনি সেটা হারান কেন?
অনেক কষ্টে মোহাম্মদী ইসলামকে তুলে ধরার চেষ্টা করেছি। আমাকে পাঠানো হয়েছে যে জগতে মোহাম্মদী ইসলাম নাই, তুমি পূর্ণ রুপটা দিয়ে আসো। আমি আসছি আসলে দেহ রুহ একত্রে কইরা পরিপূর্ণ মোহাম্মদী ইসলাম উপস্থাপন করতে। আমি আপনাদের কারো নই। আমি আল্লাহ মনোনিত। আল্লাহ থেকে প্রেরিত। সুতরাং বিধানের বাহিরে চলবেন আপনাদের কি হবে আমি জানিনা। সতর্ক থাকেন।
আপনারা আমাকে রেখে নূরে ঈমান হৃদয়ে ধারন করুন।
আমি দেখেছি চাটুকারের অবস্থা। নিজের স্বার্থের জন্য চাটুকারি কইরা আমার ধর্মটা নষ্ট করার কৌশল। এ ব্যপারে আমার পরামর্শ আপনারা সতর্ক থাকেন। দল মত নির্বিশেষে এক ধ্যানে, এক করে সবাই আসেন। সবার কাছে সবাই এক, আপনাদের আপারা বলেন, আপনাদের হুজুররা বলেন সবাই এক। এর ভিতরে কোন ভাগ করতে যাইয়েন না। তাহলে আপনারাই ক্ষতিগ্রস্ত হবেন।
মোর্শেদের আওলাদ মোর্শেদ তুল্য। কারন সাপের বাচ্চা সাপই হয়। ছোট সাপের যে বিষ, বড় সাপের একই বিষ। মনে রাখতে হবে, আমরা যেন কোন রকম বেয়াদবীতে জড়াইয়া না পড়ি। মোহাম্মদী ইসলাম যেন অংকুরে শেষ হয়ে না যায়।
- সূফী সম্রাট হযরত সৈয়দ মাহবুব-এ-খোদা দেওয়ানবাগী মোর্শেদ কেবলাজান