কোনো_এক_শ্রাবণে
লেখনীতে মেহরিমা_আফরিন
গল্পের ২য় অংশ
পল্টনে যেই বিশাল সমাবেশের আয়োজন করা হয়েছিল,সেই সমাবেশটা সফলভাবে শেষ হয়েছে।শুধু আরহাম না,সে বাদেও দলীয় আরো অনেক নেতারা সমাবেশে বক্তব্য রেখেছে।সেই সাথে আসন্ন নির্বাচনে কেনো আরহামকেই মনোনয়ন দেওয়া উচিত সেই নিয়েও বিস্তর আলোচনা চলল।আরহাম যেমনটা ভেবেছিল,দেখা গেল সমাবেশ আরো বেশি সুন্দর আর শান্তিপূর্ণ ভাবে সম্পন্ন