MENU

Fun & Interesting

হযরত মুহাম্মদ (সঃ) জীবনী ।। দেলোয়ার হোসেন সাঈদী ওয়াজ মাহফিল

Waz Zone 4,827 4 days ago
Video Not Working? Fix It Now

হযরত মুহাম্মদ (সঃ) জীবনী দেলোয়ার হোসেন সাঈদী ওয়াজ মাহফিল হযরত মুহাম্মদ (স) ইসলামের শেষ নবী। আমরা তাঁর উম্মত। হযরত আদম (আ) থেকে শুরু করে হযরত মুহাম্মদ (স) পর্যন্ত লক্ষাধিক নবী রাসূল দুনিয়াতে এসেছেন। তাঁদের মধ্যে হযরত মুহাম্মদ (স) সর্বশ্রেষ্ঠ রাসূল। তাঁর পরে আর কোনো নবী রাসূল দুনিয়াতে আসবেন না। ৫৭০ খ্রিস্টাব্দের ২৪ আগস্ট (১২ রবিউল আউয়াল) হযরত মুহাম্মদ (স) আরবের সম্ভ্রান্ত কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। তাঁর পিতার নাম আবদুল্লাহ এবং মাতার নাম আমেনা। তাঁর জন্মের পূর্বে পিতা আবদুল্লাহ ইন্তেকাল করেন। ছয় বছর বয়সে মাতা আমেনাও ইন্তেকাল করেন। অতঃপর শিশু নবী পিতামহ আবদুল মোত্তালিবের স্নেহছায়ায় বড় হতে লাগলেন। দাদার স্নেহ আদরে তিনি পিতামাতার অভাব অনেকটাই ভুলে গিয়েছিলেন। ভাগ্যের পরিহাস দাদা মোত্তালিবও তার অত্যন্ত স্নেহভাজন আট বছরের নাতী শিশু নবীকে ত্যাগ করে মানবলীলা সংবরণ করেন। এরপর পিতৃব্য আবু তালেব তার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেন। শৈশব কৈশোরের সততা কোমল স্বভাব ও অপরিসীম কর্তব্যবোধ অকৃত্রিম সাধুতা প্রভৃতি গুণাবলির জন্য * তাঁকে সর্বশ্রেণির লোকজন আল আমিন বা বিশ্বাসী উপাধিতে ভূষিত করেন। বিবাহ : তৎকালীন মক্কার ধনবতী বিধবা মহিলা বিবি খাদিজা যুবক নবীর সুখ্যাতির প্রতি আকৃষ্ট হয়ে তাঁকে নিজ ব্যবসায়ের দায়িত্বভার প্রদান করেন। ক্রমশ তাঁর বিশ্বস্ততার প্রতি অনুরক্ত হয়ে বিবাহের প্রস্তাব দেন । হযরত মুহাম্মদ (স)-এর বয়স যখন ২৫ বছর তখন তিনি ৪০ বছর বয়স্কা বিবি খাদীজার সঙ্গে পরিণয়সূত্রে আবদ্ধ হন। #waz_delwar_hossain_saidi #delwar #সাঈদী_ওয়াজ_মাহফিল #বাংলা_ওয়াজ #দেলোয়ার_হোসেন_সাঈদী_ওয়াজ

Comment