চারুলতা#সাবিহা_জান্নাতগোলাপ হাতে, সাথে একটা চিঠি নিয়ে কাব্যের সামনে দাঁড়িয়ে হাঁটু গেড়ে প্রপোজ
চারুলতা
#সাবিহা_জান্নাত
গোলাপ হাতে, সাথে একটা চিঠি নিয়ে কাব্যের সামনে দাঁড়িয়ে হাঁটু গেড়ে প্রপোজ করতেই কাব্য তীক্ষ্ণ দৃষ্টিতে তাকায় তার সামনে থাকা অপরুপা মেয়েটির দিকে। কাব্য ফুল টা হাতে নিয়ে ছুড়ে ফেলে দেয় মাটিতে। আর চিঠিটা ছিড়ে টুকরো টুকরো করে ফেলে ।
পরপর মসৃণ গালে দুইটা থাপ্পড় পড়তেই মাটিতে লুটিয়ে পড়ে চারুলতা। ইতোমধ্যেই তার চোখের পানি গাল বেয়ে গড়িয়ে পড়তে শুরু করেছে। চোখের কোণে জমে থাকা পানি নিয়ে তার সামনে দাঁড়িয়ে থাকা লম্বা বলিষ্ঠের দেহের মানবের দিকে তাকাতেই বুঝতে পারে কাব্য প্রচন্ড রেগে গেছে।