MENU

Fun & Interesting

আশুগঞ্জের লালপুরের শুঁটকি পল্লী ব্রাহ্মণবাড়িয়ার মেঘনা পাড়ের মানুষের শত বছরের ঐতিহ্য | Info Hunter

Info Hunter 66,899 3 years ago
Video Not Working? Fix It Now

আশুগঞ্জের লালপুরের শুঁটকি পল্লী ব্রাহ্মণবাড়িয়ার মেঘনা পাড়ের শত বছরের ঐতিহ্য | তবে লালপুরের এই নদীর মাছের শুঁটকি পল্লীর ঐতিহ্য ধরে রাখতে এখন একরকম হিমশিম খাচ্ছেন এই শুঁটকি ব্যবসার সাথে জড়িত প্রায় পনেরোশো দাস সম্প্রদায়ের মানুষেরা। নদীর মাছের শুঁটকি মাছের দাম তুলনামূলক বেশি হওয়ার কারণে তারা তেমন একটা লাভবান হতে পারছেন না। লালপুরের এই শুঁটকি পল্লীতে বাঁশপাতি মাছ, টেংরা মাছ, চ্যাপা, চিংড়ি থেকে শুরু করে নদীর প্রায় সব ধরনের মাছের শুঁটকি ও সিদল করা হয়। আর ব্যবসায় লোকসান হওয়ার কারণে তারা তাদের এই ঐতিহ্যবাহী পারিবারিক ব্যবসা থেকে দিনে দিনে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হচ্ছেন। লালপুরের মেঘনা নদীর পাড়ের এই অঞ্চলের প্রায় প্রতিটা পরিবার শুঁটকি ব্যবসার সাথে জড়িত। নদীর মাছের শুঁটকির পাইকারি আড়ত বলা হয় এই লালপুরের শুঁটকি পল্লীকে। আশুগঞ্জের লালপুরের শুঁটকির চাহিদা দেশ বিদেশ সব জায়গায় রয়েছে। আর আমার আজকের এই ভিডিওটা তৈরী করেছি মেঘনা পাড়ের লালপুরের শুঁটকি ও শুঁটকি পল্লীর মানুষদের নিয়ে। #শুঁটকি_পল্লী_লালপুর_আশুগঞ্জ Google Map Link In Billow https://goo.gl/maps/v4dBREj5iDNn7Fin9 For More Visit: Website: https://infohunterbd.blogspot.com/ Facebook: https://www.facebook.com/bdinfohunter

Comment