আপনি কি চান ছাদে বড় বড় ফলের গাছ করতে তাহলে এই ভিডিওটি সম্পূর্ণ /Rooftop fruit Garden/
#gardening_tips #rooftop_farming
প্রচুর মানুষ এখন ছাদে বাগান। সেই বাগান করতে গিয়ে বিভিন্নভাবে গাছ বসানোর যে পরিকল্পনা পরিচর্যা সেগুলি ভুল হয়ে যাচ্ছে।
তাই আমরা আজ নতুন একটি ভিডিওর সন্ধানে এসেছি যেখানে বড় বড় গাছ ছাদ বাগানে খুব সুন্দর ভাবে করা হয়েছে।
প্রচুর ফলন পেতে গেলে এইভাবে ড্রামে বড় গাছ করতেই হবে।
খুব সুন্দর করে আমরা প্রত্যেকটা বিষয় তুলে ধরার চেষ্টা করেছি সম্পূর্ণ ভিডিওটি দেখুন তাহলে অনেক কিছু জানতে ও শিখতে পারবেন।
এছাড়া রোজ দুপুরবেলা একটি করে নতুন ভিডিও আসে একটু ফলো করলে ভালো বাগান করা সহজ হয়ে যাবে।