MENU

Fun & Interesting

চাকরি ছেড়ে প্রাকৃতিক পদ্ধতিতে দেশি মুরগি পালন - সফল উদ্যোক্তা | Desi murgi khamar - Safollo Kotha

Video Not Working? Fix It Now

দর্শক বন্ধুরা, সাফল্য কথা'র ২৮৫ তম পর্বে আমরা কথা বলেছি একজন সফল উদ্যোক্তা মোঃ শাহজালাল ভাইয়ের সাথে। কর্ম জীবনে দীর্ঘ দিন চাকরি করেছেন, চাকরির টাকায় পরিবারকে চালানো তার কাছে খুবেই কষ্টসার্ধ হয়ে উঠে । তাই তিনি শুরুতে মাত্র ১০ টি দেশি কিনে পালন শুরু করেন। ১০টি থেকে আজ তার খামারে ৮০০ ডিম পাড়া মুরগী রয়েছে। আজকের পর্বে কথা বলবো সফল উদ্যোক্তা মোঃ শাহজালাল সাথে এবং জানবো তার এই বাণিজ্যিকভাবে দেশি মুরগি পালন সম্পর্কে। Safollo Kotha Ep- 258 Desi Murgi Farm In Bangladesh সফল উদ্যোক্তা মোঃ শাহজালাল পোড়াদিয়া, বেলাবো, নরসিংদী। 01782175329 আমাদের সাথে যোগাযোগের ঠিকানা- সাফল্য এগ্রো সার্ভিস এন্ড সেলস - ০১৩০০১৯০১১৭ উপস্থাপক- মোঃ তোফাজ্জল হোসেন - ০১৭৩৮৫০৩৬৯৪ পরামর্শ ও অভিযোগ - অফিস ০১৭১৩০৬৮৫১৭ সাফল্য এগ্রো, তাজহাট, আলম নগর, রংপুর। ফেসবুক পেজ- https://www.facebook.com/safolloagro ওয়েব- https://www.safolloagro.com ইমেইল- [email protected] সুপ্রিয় দর্শক আপনাদেরও যদি এরকম কোন সফলতার গল্প থাকে তাহলে আমাদের জানাতে পারেন। আমাদের সাফল্য কথা টিম চলে যাবে আপনার কাছে। ধন্যবাদ।

Comment