আমেরিকার লাস ভেগাস কেন পাপের শহর। মোজাভে নামের মরুভূমির মাঝে ঝলমলে এক শহর। রাতের বর্ণিল সাজে সাজানো হয়েছে পুরো শহরটাকে। শুধু মার্কিন যুক্তরাষ্ট্র নয়, সারা বিশ্বের পর্যটকদের প্রধান আকর্ষণ এ শহরটি। শহরটির নাম লাস ভেগাস বা ভেগাস যা সিন সিটি নামেও পরিচিত। মার্কিন যুক্তরাষ্ট্রর একটি গুরুত্বপূর্ণ শহর। এই শহরটিতে বিনোদনের অভাব নেই। লেটেস্ট মডেলের গাড়ি, প্রশস্ত রাস্তা, গল্ফ কোর্স, বিশ্বমানের কেনাকাটার জন্য বিশাল বড় বড় শপিংমল এবং আউটডোর এক্টিভিটিজ, বিভিন্ন কাসিনো, হোটেলের আলোকসজ্জা, আবেদনময়ী পোশাক পরিহিত অসম্ভব সুন্দরীদের আনাগোনা, কোলাহলে ভরপুর রাস্তা এবং রাস্তার পাশে কিংবা হোটেলের সৌন্দর্য বর্ধনকারী বিভিন্ন রকমের গাছ সবকিছুই এই শহরটিকে একটি মায়ার শহরে তৈরি করেছে। দৃষ্টি যেদিকে যায়, শুধুই স্বপ্ন বলে মনে হয়। লাস ভেগাস শহরের আসল রূপ দেখা যায় রাতে। প্রায় সাড়ে ছয় লক্ষ বর্গ কিলোমিটারের এই শহর যেন কখনোই ঘুমায় না। প্রতিবছর প্রায় ৪ কোটিরও বেশি লোক এখানে ভ্রমণের জন্য আসে। সারা বিশ্বের মানুষের কাছে এটি প্রমোদ নগরী এবং প্রধান অবসর বিনোদনের একটি শহর। এটি মূলত জুয়া, কেনাকাটা, অসাধারণ রেস্টুরেন্ট, ভোজনবিলাস, বিনোদন, নাইটলাইফ এবং লাইফ স্টাইলের জন্য মানুষের কাছে পরিচিত ও জনপ্রিয়। বিভিন্ন দেশ থেকে পর্যটকরা এখানে মনোরঞ্জনের জন্যই আসেন। বন্ধুরা, আমাদের আজকের পর্ব বিশ্বের ফেমাস শহর লাস ভেগাস নিয়ে।
ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।
সেই সাথে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করুন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যায়।
This was Arefin. You are watching - Arefin’s Liventure.
দেখা হবে এর পরের ভিডিওতে, সে পর্যন্ত Take care of yourself.
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
👊 FB Page:
https://www.facebook.com/arefinsliventure1
👊 Insta:
https://www.instagram.com/arefinsliventure1/
👊 Youtube
https://www.youtube.com/@arefinsliventure
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
✉️ Email : [email protected]
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬
#Arefin’s Liventure #lasvegas #USA
▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬▬