MENU

Fun & Interesting

কনক্রিট ব্লক ব্যবহারে কেমন সাশ্রয় হবে ? 01914317797 কেমন সুবিধা পাওয়া যাবে Saifullah Manik

Saifullah Manik 88,513 lượt xem 3 years ago
Video Not Working? Fix It Now

সনাতন লাল ইটের চেয়ে নির্মাণ খরচ তুললামূলক কম হয় কংক্রিট ব্লক ব্যবহারে। কারণ কংক্রিট ব্লকের দেয়াল গাঁথুনিতে সিমেন্ট-বালু কম লাগে। এটি ব্যবহারে ভবনের ওজন কম থাকে, নির্মাণ সময় কম লাগে, কংক্রিটের হওয়াতে মজবুত হয় এবং নির্মাণের স্থায়ীত্ব বাড়ায়। লোনা মুক্ত নির্মাণ অর্থাৎ সনাতন লাল ইটের তৈরি ভবনে যেমন লোনা ধরে কিন্তু কংক্রিট ব্লক তৈরি ভবনে লোনা তুলনামূলক কম ধরে। শব্দদূষণ ও তাপ পরিবহনের পরিমাণ তুলনামূলক ভাবে ৪০% কম থাকে কনক্রিট ব্লকের তৈরি ভবনে।

আরও একটি ভালো দিক হচ্ছে- কংক্রিট ব্লক দিয়ে তৈরি হলে তার ইন্টেরিয়র ডিজাইনের ক্ষেত্রে অনেক সুবিধা পাওয়া যায়। যেমন ঘরের ব্লকের তৈলি দেওয়ালে কিছু না করেই শুধু রং দিয়েই ফিনিশিং দেওয়া যায়। তাতে একদিকে শৈল্পিক সৌন্দর্য্য যেমন বাড়ে, খরচও থাকে হাতের নাগালে। আবার বাহিরের প্রাচীর দেয়ালে ব্লক গাঁথুনির মাধ্যমেই বৈচিত্র্য আনা যায়।

Comment