#top_10_Hardy_plants
বেশি ফুল ভালো গাছ সবাইয়ের চেষ্টার মধ্যেই থাকে।
কেউ আমরা পেরে উঠি আর কেউ পেরে উঠি না।
তবে হাল ছাড়লে হবে না।
চেষ্টা করে যেতেই হবে, তাই আপনাদের জন্য নিয়েেে এলাম আমার, বাগানের দশটাাা সেরা গাছ, সেরাাা বলতে সবছে গাছ সেরা । যেগুলো একটু কম কেয়ার করা হয় ভালো ফল পাওয়া যায়। সেগুলো কি আমরা এখন সেরা বলবো।
যেমন জবা, করবি, মাধবীলতা, বুগেনভেলিয়া অ্যাডেনিয়াম, চলিত দত্ত প্রিয়া নাম, এছাড়া টগর শিউলি, থেকে শুরুু করে যে সমস্তত গাছগুলো দেখিয়েছি সহজভাবে করা সম্ভব,
অনেকের অসুবিধা হচ্ছে তারা ফেসবুক গ্রুপে যুক্ত হন ছবি পাঠান আমাদেরকে চেষ্টা করব বাাা অনেক মানুষ।
আছেন যারা আপনার প্রশ্নের উত্তর সঠিকভাবে দিয়ে়ে দেব।
বাগান করতে গেলে কোন অসুবিধাাাাা হোক সেটা আমি নিজেে ও কোন সময় চায়না।
সহজভাবে বাগান করাটা আমার প্যাশন, আর খরচ কম করে বাগাান সে আর কি বলব।
আমি বেশিরভাগ সবজি পচাটাই ব্যবহার করি। খুব সহজেই বাগান হচ্ছেছে আমার সেটা আপনার রোজ দুপুরে দেখতেই পাচ্ছেন। নতুন ভিডিও থাকেেে রোজ দুপুরেে।
ফেসবুক গ্রুপে জয়েন হওয়ার জন্যয এখানে এখানেেে লিংক দিয়ে রাখলাম।
https://www.facebook.com/groups/2865188463594573/?ref=share👈👈👈👈👈👈👈👈 এখানেেে টাচ করুন আপনার সরাসরি যুক্তত হয়ে যান।
আরো কিছু নরমাল ভিডিও লিংক দিয়েেেেে রাখলাম যেগুলো সহজভাবে বাগান। করতেে । https://youtu.be/CZI_p-fBUvw।