MENU

Fun & Interesting

বাবুর্চির হাতের ১০ কেজি চালের তেহারি রেসিপি। 10Kg Chal er Tehari Recipi Nishi'skitchenvlog

Nishi's Kitchen Vlog 78,016 2 years ago
Video Not Working? Fix It Now

বাবুর্চির হাতের ১০ কেজি চালের তেহারি রেসিপি। 10Kg Chal er Tehari Recipi Nishi'skitchenvlog আসসালামু আলাইকুম Nishi'skitchenvlog এ সবাইকে স্বাগতম। আজকের রেসিপি বাবুর্চিদের হাতের ১০ কেজি চালের তেহারি। উপকরণ দশ কেজি পোলাও চাল, ৮ কেজি গরুর মাংস, ২ লিটার তেল, পেঁয়াজ, রসুন, আদা, জিরা, দারচিনি, এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ, শুকনো মরিচ গুঁড়া, লবণ, টেস্টিং সল্ট, টমেটো সস, বিরিয়ানি মসলা, ঘি, আলুবোখারা।প্রণালি প্রথমে পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি। ওই গরম তেলে বাকি পেঁয়াজগুলো দিয়ে, একে একে সবগুলো মসলা দিয়ে কষিয়ে নিয়েছি।কোন মসলার পর কি ব্যবহার করেছে সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে। তারপর মাংস দিয়ে কষিয়ে নিয়েছি। মাংস কষানোর পর পানি দিয়ে দিয়েছে। পানি ফুটে আসলে এর মধ্যে আগে থেকে পানি ঝরানো পোলাওয়ের চাল গুলো দিয়ে রান্না করে নিয়েছি। #রান্না শেষে পেঁয়াজ বেরেস্তা উপরে সাজিয়ে দিয়েছি #বাবুর্চির হাতের এই মূল রেসিপিটি জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন# Nishi'skitchenvlog ধন্যবাদ।

Comment