15000 হাজার বিঘা জমিতে লঙ্কা চাষ ,সারাবাংলা ভারতবর্ষের বাইরে এখান থেকেই ছড়িয়ে পড়ে সব ধরনের লঙ্কা
#big_chillies_Garden
এক বছরের একটি কোর্স আমি রামকৃষ্ণ মিশনে করছি নরেন্দ্রপুর, সেখান থেকে প্রায় আট জায়গাতে এক্সপোজার ভিজিট হয়।
এটা ছিল আমাদের শেষ এক্সপোজার ভিজিট
চোখের সামনে হাজার হাজার বিঘা জমিতে চলছে লঙ্কা চাষ দেখে আমি অভিভূত হয়ে গেছি সেই চাষের পদ্ধতি মাটি তৈরি খাবার দাবার জানার আগ্রহ আরো বেড়ে গেল।
পকেটেই ছিল মোবাইল বার করে ফেললাম।
আপনাদের জন্য ভাবলাম এমন একটা সুযোগ হাতছাড়া কোনরকম ভাবে করা যাবে না সবাইকে দেখাতে হবে এই বিশাল লঙ্কা কান্ড।
খুব ভালো লাগবে দেখে তার কারণ প্রত্যেকটা মানুষের উপকারে লাগবে কোথায় থেকে এত ক্যাপসিকাম লঙ্কা আসে সেটা আপনারা জানতে পারবেন।
এই ধরনের ভিডিও কোন সময় ইউটিউবে আমি দেখিনি বা আমার চোখে পড়েনি তাই সবার প্রথমে ধন্যবাদ জানাতেই হয় রামকৃষ্ণ মিশন কে এরকম একটি জায়গায় আনার জন্য।
সুন্দর ব্যবস্থাপনা দেখে ভালো লাগলো।
মূল রোগ হলো পাতা কোঁকড়ানো কি করলে ঠিক হবে কিভাবে মাটি প্রস্তুত করা হয় এই বিশাল লঙ্কা কোন বাজারে গিয়ে বিক্রি হয় ও কিভাবে কত দাম 1 কেজি লঙ্কার সবকিছু জানতে পারবেন এই ছোট্ট একটি ভিডিওর মাধ্যমে।
সম্পূর্ণ ভিডিওটি দেখুন ও এইভাবে আপনারা শুরু করে দিন যাদের জমি গুলো ফাঁকা পড়ে আছে