MENU

Fun & Interesting

আঠারো বছর বয়স 18 Bosor Boyosh

Omar Faruq 363,139 7 years ago
Video Not Working? Fix It Now

তরুণের তারুণ্যে উদ্দীপ্ত হওয়ার মত একটি কবিতা ‘আঠার বছর বয়স’। ‘কিশোর কবি’ উপাধিতে খ্যাত সুকান্ত ভট্টাচার্য এই কবিতায় তুলে ধরেছেন বয়ঃসন্ধিকালের বৈশিষ্ট্য। ১৮ বছর বয়স হচ্ছে কৈশোর থেকে যৌবনে পদার্পণ করার একটা সিঁড়ে। এই বয়স একদিকে যেমন মহৎ কাজের জন্য জীবন বিলিয়ে দিতে দ্বিধা করে না, অন্যদিকে এই বয়স ভুল পথে পরিচালিত হলে সমাজে সমস্যার অন্ত থাকে না। তবু এই বয়সেরই জয়গান গেয়েছেন কবি। তুলে ধরেছেন এই বয়সের কাছে কিছু প্রত্যাশা। জরাজীর্ণ অবস্থান থেকে এই বয়সই কেবল পারে সমাজকে উদ্ধার করতে। বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন- Presenter : Omar Faruq University of Dhaka cell: 01921-122611 Founder: অনুশীলন প্রাইভেট কেয়ার শনির আখড়া, কদমতলী, দনিয়া, ঢাকা-১২৩৬ Our facebook group: www.facebook.com/groups/onushilon313 Our youtube channel: www.youtube.com/c/OmarFaruq

Comment